নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউওনডার

তেমন কিছু বলার নেই

নিউওনডার › বিস্তারিত পোস্টঃ

আপাতত শান্তনা এতটুকুই...

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১



আমার ধারনা চাঁদে সাঈদীর মুখ দেখা যাওয়ার ঘটনাটা ৪০০ বা ৫০০ বছর পূর্বে ঘটলে আজকের সমাজেও অনেক মানুষের মনে ঐ ঘটনাটা সত্যি ঘটনা হিসাবে বেঁচে থাকতো।



কিন্তু একবিংশ শতাব্দীর এই আধুনিক যূগে উক্ত ঘটনার মধ্য দিয়ে গত কয়েকদিন পূর্বে আমরা যা দেখেছি তা আমাদের সমাজের চরম অন্ধকার দিকটা আবার সামনে নিয়ে এলেও শান্তনা এতটুকুই যে মানুষ শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে ঘটনাটা মিথ্যা এবং তারা কিছু অমানুষ দ্বারা চরম বিভ্রান্তির শিকার।



এই মানুষগুলোকে আরো যা বুঝতে হবে তা হয়তো এখনি আশা করাটা কারো কারো মতে একটু বেশিই হবে। তবে নিশ্চয় সকল বাধা বিপত্তি পেরিয়ে, আলোকিত জনেরা সময়ের হাত ধরে প্রতিনিয়ত মানুষকে সুন্দর সত্যের দিকেই নিতে থাকে। আর এভাবেই নতুন নতুন সভ্যতা রচিত হয়। মিথ্যার শৃঙ্খল থেকে মানুষ পায় মুক্তি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.