নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউওনডার

তেমন কিছু বলার নেই

নিউওনডার › বিস্তারিত পোস্টঃ

বেশ কিছু টাকা ভূল নাম্বারে বিকাশ করে ফেলেছি। বিকাশে আছেন এমন কেউ কি একটু বলবেন এখন কিভাবে কি করলে টাকাটা ফেরত পাওয়া যাবে ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮

একটা ডিজিট ভূল হওয়াতে টাকা চলে গিয়েছে অন্য একটি বিকাশ নম্বরে। এবং ঐ নাম্বারটি অনেকদিন থেকেই বন্ধ। এমনিতেই টানাটানির ভেতর আছি, তার উপর এই ঘটনায় বেশ আপসেট হয়ে পড়েছি। এই ব্যাপারে কেউ যদি আমাকে একটা সুন্দর পারামর্শ দিয়ে উপকার করতেন তাহলে কৃতার্থ হতাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

সাধারণ আমি আমার বলেছেন: ভাইয়া প্রথমে আপনাকে জানতে হবে আপনি ভুল বশৎ যে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটি বিকাশ account active করা হয়েছে কিনা। যদি বিকাশ account active করা না থাকে তবে টাকা send হলেও আপনি আপনার টাকা ফেরৎ পাবেন আর যদি বিকাশ account active থাকে তবে ভুল বশৎ টাকা transfer হয়ে গেলে তা ফেরত আনার কোন option বিকাশ authority রাখেনি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

নিউওনডার বলেছেন: যতদূর খোজখবর পেলাম তাতে নাম্বারটা অনেক দিন থেকেই বন্ধ। উনিও টাকাটা ড্র করেননি। কিন্তু নাম্বারটা বিকাশের জন্য এ্যক্টিভ করা হয়েছে কিনা সেটা কিভাবে জানবো? রেজিষ্ট্রেশন করলেইতো মনে হয় এ্যক্টিভ হয়ে যায়।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

আরিফুর রহমান হাওলাদার বলেছেন: ভাই ই অপারেটর এ হেল্প নেন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

নিউওনডার বলেছেন: হেল্প নিছি। টাকা চলে গেলে ফেরৎ হয়না- এইটা বলে দিসে ডাইরেক্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.