নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমনভাবে হেরে যাবো যে, তুমি জিতেও পস্তাবে!!!

অনুপম বলছি

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪২

কামাল১৮ বলেছেন: এই সরকারের এসব করা ঠিক হবে না।নির্বাচিত সরকার এসব করতে পারে সংসদে দুই ত্রিতায়াংশ সংখ্যাগরিষ্ঠতা মাধ্যমে।এই সরকারের উচিত হবে সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন তা করা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০৫

অনুপম বলছি বলেছেন: সুষ্ঠু নির্বাচন দিতে তাদের ভয় আছে। তারাও জানে তারা অলরেডি সংবিধান লংঘন করেছে। আর নির্বাচন দিলে বিএনপির জয় লাভ করার সম্ভাবনা বেশি। বিএনপি একটা রাজনৈতিক দল তারা সংবিধানের ব্যাপার ভালোমতো জানে। এ জন্যেই তারা এই এনজিওগ্রাম সরকারের অংশ হয় নাই। বিএনপি যদি এদেরকে সংবিধান লংঘনের দ্বায়ে বিচার করে? এই ব্যাপার নিশ্চিত না করে মনে হয় না নির্বাচন দিবে।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৫৬

একজন মুসলিম বলেছেন: এক জন আফসোস লীগ তথা ভারতের দালালের বিশ্লেষণ যার মাথায় সুধুই পচা গোবর

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০২

এক্সম্যান বলেছেন: মহান মুক্তিযুদ্ধে শহিদদের লিস্ট করলে এই প্রশ্ন উঠত না। এই প্রশ্ন আজকে নয়া উঠেনি, এর আগেও বহুবার উঠেছিল কিন্তু লীগ ১৫ বছরেও লিস্ট করে নাই কারন আবার কেউ প্রশ্ন তুলবে আর আপনি পোষ্ট দিবেন।

জাতীয় সঙ্গীত বেদ বাক্য নয় যে পরিবর্তন, পরিমার্জন করা যাবেনা। দুনিয়ার ম্যালা দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে, যারা পরিবর্তন চায় তাদের যুক্তি সঠিক হলে অবস্যই পরিবর্তন হতে পারে। এতে ভারতিয়দের জ্বলার কোনো কারন দেখিনা।

নির্বাচন অবস্যই হবে, তার আগে রাষ্ট্র সংস্কার এবং জুলাই-আগষ্ট গনহত্যার বিচার হবে। সহ্য না হলে বুক চাপরায়ে কান্দেন। ১-১১ সরকারো সাংবিধানিক ছিল না, লীগ কি সংবিধান লংঘনের দায়ে তাদের বিচার করেছিল??? লীগ না করে থাকলে বিম্পি করবে কেন?

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৩

রাসেল বলেছেন: শুধুমাত্র ১৯৭১ সালে দেশ স্বাধীনতার বিরোধিতাকারীরা রাজাকার নয়। আজকের দিনে যারা দুর্নীতি, রাহাজানি, অত্যাচার, অবিচার, করতেছে । অপর দেশের দালালি করতে গিয়ে নিজ দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতেছে, তাদেরকেও রাজাকার হিসাবে চিহ্নিত করা হউক ।

একটা সমস্যা হলো, আমাদের দেশের বাটপাররা নিজেকে নিষ্পাপ ভাবে এবং নিষ্পাপ হিসাবে গলাবাজি করে । সে মনে করে, সে যে বাটপার অন্য কেউ বোঝে না । সাথে কিছু Paid Agent রাখে। Paid Agent রাখতে অসুবিধা হয় না, কারণ বাটপারী তথা দেশ বিক্রির মাধ্যমে তার ভালোই আয়-রোজগার হয় ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৮

আহলান বলেছেন: আওয়ামিলীগ এর অনেক বড় বড় নেতারা সে সময় কোলকাতায় মাথায় তিলক কেটে ঘুরে বেড়িয়েছে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেনি। শেখ মুজিব নিজেও স্বাধীনতার পক্ষে ছিলেন না। দেশের মানুষ পাক হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হলেও মুজিব পরিবার নিয়মিত ভাতা পেয়ে সুখে শান্তিতে দিন যাপন করেছে। সাধারণ বাঙালীর মতো তাদেরকে পালিয়েও বেড়াতে হয়নি। বংগতাজ জনাব তাজ উদ্দিন আফসোস করে বলেছিলেন, কিভাবে দেশটা স্বাধীন করলাম, মুজিব ভাই একদিন জিজ্ঞাসাও করেনি। কেনো করবে? তিনি তো এভাবে স্বাধীনাতার পক্ষেই ছিলেন না। ৭ই মার্চের ভাষনেও তিনি পাকিস্তান জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেছিলেন বলে বিতর্ক আছে।
** আমার মতে দেশকে ভালোবাসুন নিজের মতো করে। আওয়মিলীগ যেভাবে বাসায় বা যেভাবে ভাবায় সেভাবে নয়। স্বাধীন বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে এই আওয়ামিলীগের হাতে ... এমনকি এই দলটি একটি পরিবারের কাছেও জিম্মি হয়ে গেছে , যারা স্বৈরাচার ও ভারতের দালাল সুতরাং তাদের মতো করে দশেকে ভালো না বাসার অনুরোধ রইলো। পারলে একাই লড়েন, দেশের ভালো চেয়ে একাই লড়েন। তাও ভালো ।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৬

জ্যাক স্মিথ বলেছেন: মাত্র ১ মাস হলো আমরা স্বাধীনতা পেলাম এটা আবার হুমকির মুখে পড়লো কিভাবে? স্বাধীনতার সুফল তো আমরা এখনো পাওয়া শুরুই করিনি, অনেক কিছু পরিবর্তন করতে হবে যেমন- জাতীয় পতাকা, জাতীয় সংগীত, সাত দিনের নাম, বারো মাসের নাম ইত্যাদি..এগুলো সব পরিবর্তন করে হিজরী ক্যালেন্ডার চালু করতে হবে। ৭১ সালের ইতিহাস/নিদর্শন সব পুড়িয়ে ফেলতে হবে, মুছে ফেলতে হবে, ধ্বংস করে ফেলতে হবে, তাহলেই কেবল স্বাধীনতার স্বাদ পুরোপুরি উপভোগ করা যাইবে।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৪

প্রহররাজা বলেছেন: সাইকেলে চড়া মেধাবী রা গাড়ি বাড়ি পাইসে, এতো সহজে সরবে না। আর ইউনুস চুরা তো জংলি দের স্বাধীনতা দিয়ে বেশ আরামেই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.