নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমনভাবে হেরে যাবো যে, তুমি জিতেও পস্তাবে!!!

অনুপম বলছি

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৩

দেখা হবে রাজপথে বলেছেন: ফাইন - বেশী টাইম লাগতেছে আরেকটু তাড়াতাড়ি দেন, ফাঁকে দিয়ে অন্য পোস্ট ঢুকে যেতে পারে সাবধান...

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫

অনুপম বলছি বলেছেন: কমেন্ট করলেন কিন্তু প্রশ্নের জবাব দিলেন না।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১

অগ্নিবেশ বলেছেন: ২৬ লাখ ভারতীয় ভাগছে? ভেগে কই গেছে? ভারতে ত আসে নাই? নাকি বাংলাদেশে গুম হয়ে গেছে? আন্তর্জাতিক আদালতে
এই হত্যাকান্ডের বিচার চাই। ১০০০ লাশের জন্য হাসিনার বিচার চাই। ২৬ লাখ লাশের জন্য পুরো বাংলাদেশের বিচার চাই।
গুজব ছড়ানোর সময় তার ফলাফল কতদুর গড়াতে পারে তা বাংলাদেশ বা ভারতের ফেসবুকের উজবুক যোদ্ধাদের বোঝা উচিত।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৮

অনুপম বলছি বলেছেন: ভালো বলেছেন, বাংলাদেশে নাকি ২৬ লক্ষ ভারতীয় চাকুরী করে, এই কথা ড. আসিফ নজরুল বলেছেন। তিনি বর্তমান সরকারের একজন উচ্চপর্যায়ের লোক। তার দলের লোকজন বলে বেড়াচ্ছে এই ২৬ লক্ষ নাকি ভাগছে। এজন্যই আমার প্রশ্ন তাহলে বাংলাদেশে এখনো বেকারত্ব কেন?

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৮

নতুন বলেছেন: আপনি ২০১২ তে শেষ পোস্ট করেছিলেন।

তারপরে কি আয়ামীলীগের সাথে যুক্ত ছিলেন? এখন আবার বেকার তাই আপসোসলীগের মতন পোস্ট দিচ্চেন?

১৬ বছর একজন বাড়ীতে ভাড়া থাকার পরে বাড়ী ছেড়ে গেলেও কিছুদিন মেরামত করলেই পরের বসবাসের জন্য উপযোগী হয়।

যদি আয়ামীলীগ চলে যাওয়াতে আপনার পেটে লাথি পড়ে থাকে, রুটি রুজি বন্ধ হয়ে যায় তার জন্য আপনার এই সব পোস্ট ঠিক আছে।

যদি আপনি আয়ামীলীগের না হন তবে কিছুদিন সময় দিন, আশা করি পরিস্থিতি ভালোর দিকেই যাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২

অনুপম বলছি বলেছেন: ভাই প্রশ্ন ছিলো ২৬ লক্ষ পোস্ট খালি সত্ত্বেও কেন ২৫ লক্ষ ৯০ হাজার বেকার? উত্তর না দিয়ে আওয়ামী লীগের গীবত গাইলে হবে?

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: ভাই প্রশ্ন ছিলো ২৬ লক্ষ পোস্ট খালি সত্ত্বেও কেন ২৫ লক্ষ ৯০ হাজার বেকার? উত্তর না দিয়ে আওয়ামী লীগের গীবত গাইলে হবে?

ভাই অনেকেই অনেক সংখ্যা দেয়। সেটা বড় কথা না, এটা লিস্টি ধরে কেউ বলেনাই।

আর ব্যবসায়ীরা বিদেশী নিয়োগ দেয় কারন তারা দেশে প্রফেসনাল পায় না বলেই।

আপনারা যখন সব কিছু বুঝেও ২৬ লক্ষ নিয়ে যখন কথা বলেন তখন জনগন ৯ মাসে ৩০ লক্ষ নিয়ে প্রশ্ন তোলে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১

অনুপম বলছি বলেছেন: তাহলে আপনি বলতে চাচ্ছেন ড। আসিফ নজরুল ২৬ লক্ষ নিয়ে মিথ্যাচার করেছেন?

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: তাহলে আপনি বলতে চাচ্ছেন ড। আসিফ নজরুল ২৬ লক্ষ নিয়ে মিথ্যাচার করেছেন?


এটা সম্ভবত আরিফুর রহমান প্রথম উল্লেখ করেছিলেন, এটা লিস্ট করে, প্রমান সহ কোন কথা না। হয়তো তারা অনেক বড় সংখ্যা বোঝাতে্ব্যবহার করেছে।

তাই আপনি যদি এখন উনাকে মিথ্যা বাদী প্রমান করতে চান। তবে বঙ্গবন্ধুর ৩০ লক্ষ দাবী করা টাকেও প্রশ্নবিদ্ধ করা হয়েথাকে সেটার চুলচেরা গবেষনা করতে যাবেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯

অনুপম বলছি বলেছেন: ২৬ লক্ষের কথা ড. আসিফ নজরুল এক বক্তৃতায় উল্লেখ করে আওয়ামী সরকারের সমালোচনা করেছিলেন। আমার প্রশ্নের সঠিক জবাব না দিতে পেরে উদ্ভট কথাবার্তা শুরু করে দিলেন। আপনাদের পরিচয় মিথ্যাচার, গালাগালি আর সন্ত্রাস।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬

নতুন বলেছেন: আমার প্রশ্নের সঠিক জবাব না দিতে পেরে উদ্ভট কথাবার্তা শুরু করে দিলেন। আপনাদের পরিচয় মিথ্যাচার, গালাগালি আর সন্ত্রাস।

আমার কথা না বুঝতে পারলে বলবেন, আফসোসলীগের কস্ট হচ্ছে বুঝতে পারছি।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০

অনুপম বলছি বলেছেন: আমি যদি আফসোস লীগ হই তাহলে আপনি হচ্ছেন রাজা কার। এখন তো আর আওয়ামী লীগ সরকারে নাই তাহলে আগে যে সব মিথ্যাচার করেছেন তার জবাব এখন আপনাদেরই দিতে হবে। আপনারা আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা অপবাদ দিতেন আর এখন আপনাদের দেয়া অপবাদ খন্ডাতে বললে আপনাদের গা জ্বলে যায়। হাস্যকর।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

ফেনা বলেছেন: বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এখানে কিছু প্রস্তাবিত উপায় দেওয়া হলো:
১. **শিক্ষা ও দক্ষতা উন্নয়ন**: বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করে প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যের সাথে সংযুক্ত করা যেতে পারে। এছাড়া, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা উচিত।

২. **উদ্যোক্তা উন্নয়ন**: নতুন ব্যবসা ও স্টার্টআপের জন্য সহায়তা প্রদান, যেমন বিনিয়োগ, প্রশিক্ষণ, ও পরামর্শ। উদ্যোক্তা তৈরির জন্য সহজ শর্তে ঋণ প্রদান ও ভর্তুকি দেওয়া যেতে পারে।

৩. **কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ**: কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে শক্তিশালী করা উচিত, যাতে যুবকরা দক্ষ হয়ে ওঠে এবং সঠিকভাবে প্রশিক্ষিত হয়।

৪. **খাদ্যপ্রসেসিং ও হালকা শিল্প**: খাদ্যপ্রসেসিং, টেক্সটাইল, এবং হালকা শিল্প খাতের সম্প্রসারণ করা। এই ধরনের খাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

৫. **অগ্রাধিকার শিল্প সেক্টর**: বিভিন্ন সেক্টরে বিশেষ বিশেষ শিল্প গড়ে তোলা, যেমন পর্যটন, আইটি, ইঞ্জিনিয়ারিং, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

৬. **বহিরাগত বিনিয়োগ আকর্ষণ**: বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন শিল্প ও ব্যবসার সুযোগ তৈরি করা।

৭. **গ্রামীণ উন্নয়ন**: গ্রামীণ এলাকায় ব্যবসা ও শিল্পের বিকাশের জন্য উদ্যোগ গ্রহণ করা, যেমন কৃষি উদ্যোগ ও হ্যান্ডিক্রাফট।

৮. **সরকারি নীতি ও সহায়তা**: সরকারের নীতি ও পরিকল্পনাকে বেকারত্ব মোকাবেলার জন্য শক্তিশালী ও কার্যকরী করা।

এই পদক্ষেপগুলোর বাস্তবায়ন হলে বেকারত্বের সমস্যা কিছুটা কমিয়ে আনা সম্ভব হতে পারে।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

ফেনা বলেছেন: বাংলাদেশে বেকারের সংখ্যা সম্পর্কে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান পাওয়া যায়, যা মূলত সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রকাশিত হয়।

**বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)**-এর সর্বশেষ তথ্য অনুযায়ী:

- **বেকারত্বের হার**: ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বেকারত্বের হার ছিল প্রায় ৫.৩%।
- **বেকারের সংখ্যা**: মোট বেকারের সংখ্যা প্রায় ২.৬০ মিলিয়ন (২৬ লক্ষ)।

তবে এই সংখ্যা শুধুমাত্র তাদেরকে অন্তর্ভুক্ত করে যারা সক্রিয়ভাবে কাজ খুঁজছেন এবং চাকরি করতে ইচ্ছুক। অনেক তরুণ বেকারত্বের পাশাপাশি আংশিক কর্মসংস্থানে রয়েছেন, যাদের নিয়মিত এবং পর্যাপ্ত আয়ের সুযোগ নেই।

এছাড়া, কোভিড-১৯ মহামারির পর বেকারত্বের হার কিছুটা বেড়ে যায় এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর এর প্রভাব আরও প্রকট হয়

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৯

ইলি বলেছেন: ২৬ লক্ষ ভারতীয় চাকুরী করে, এই কথা ড. আসিফ নজরুল বলেছেন।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

কামাল১৮ বলেছেন: মিল কারখানা পুড়িয়ে আরো হাজার হাজার বেকার তৈরি করা হচ্ছে।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৭

দূর মিয়া বলেছেন: অনুপম ভাই ২৬ লক্ষ বাদ নতুন ভাই কে আয়নারঘর দেখাতে বলেন, আর বাংলাদেশ গুজব বাবা কারা সবাই জানে।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৩

এক্সম্যান বলেছেন: আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের ভারতীয় ঠিকাদার ও নির্মাণশ্রমিকেরা যে দিক দিয়ে ভাগছে বাকিরাও সেদিক দিয়ে ভাগছে। দেশে ম্যালা কাজ বাকি, আপনার জন্য হিসাব রাখতে হবে??
সুত্রঃ view this link

নতুন সরকার আপনার ম্যন্ডেট নিয়ে আসেনি যে আপনাকে পই পই করে হিসেব দিতে হবে, তারা সাধারন জনগনের কাছে প্রতিশ্রুতি বদ্ধ, জনগনের জন্য বেশি প্রয়োজনীয় সেগুলো আগে করবে। যেমন মুদ্রাস্ফিতি অলরেডি কমা শুরু করেছে।

আদানি ইউনুসের কাছে বিদ্যুৎ এর বকেয়া মুল্য পরিশোধের জন্য চিঠি দিয়েছে, ৮ মাসে ৮০ কোটি ডলার বাকি। আমরাতো নিয়মিত বিল দিয়েছি, তাহলে এই টাকা কে খাইছে??

দূর মিয়া বলেছেন: অনুপম ভাই ২৬ লক্ষ বাদ নতুন ভাই কে আয়নারঘর দেখাতে বলেন, আর বাংলাদেশ গুজব বাবা কারা সবাই জানে।

আফসোসলীগের কাছে সবই গুজব, বিচার শুরু হোক তারপর সবই দেখতে পারবেন। আশা করি বিচার কার্যক্রম টিভিতে সরাসরি সম্প্রচার করবে।


১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯

রানার ব্লগ বলেছেন: আপনি বাংলাদেশের বেকারত্ব দূর করতে কি করেছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.