![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০৭
এম এ কাশেম বলেছেন: ফ্যাসিস্ট আর খুনিরা পালিয়েছে, তবে কিছু উচ্ছ্বিস্ঠভোগী চামচারা এখনও রয়ে গেছে ;
তারা কি ভাবলো, কি বললো তাতে কিছু আসে যায় না,
কারন পাগলে কি না বলে , ছাগলে কি না খায়!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
অনুপম বলছি বলেছেন: আপনার গায়ে লাগলো কেন? গল্পের সাথে কি আপনার মিল আছে?
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সকলেরই জেনে রাখা দরকার যে, এক মাঘে শীত যায় না ।
এই মাঘ মাসের পরেও আরেক মাঘ মাস আসবে।
অতএব সাধু সাবধান!
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৩
এক্সম্যান বলেছেন: সাজানো গোছানো সব কিছু একবারে শেষ করে দিল।
গতকালকে উপদেষ্টা নামক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গিয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে, স্টেডিয়াম মার্কেটে কাগজে-কলমে ২০-২২ টাকা/বর্গফুট হিসেবে দেখিয়ে আমরা ১৭০-২২০ টাকা/বর্গফুট করে ভাড়া নিচ্ছিলাম। এইটা ঐ শয়তান ব্যাটার পছন্দ হয় নাই, আপনিই কন এগুলা কি সহ্য করা যায়??
মাত্র ১৫০-২০০ টাকা/বর্গফুট নেওয়াও সহ্য করতে পারতেছে না, এইটা কোনো কথা। সব শেষ করে দিল ওরা। আমাদের এমন বিকল্প দরকার যাতে আমরা ১০-১২ টাকা/বর্গফুট হিসেবে দেখিয়ে অন্তত ৫০০-৬০০ টাকা/বর্গফুট করে খাইতে পারব। না কি বলেন??
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২
অস্বাধীন মানুষ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ ভাই গত ১৬বছর অনেক খুন, ঘুম করেছেন। আবার যখন আসবেন তখনতো এই বালই ফালাইবেন এর চেয়ে তো আর বেশি কিছু না।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৩৯
কামাল১৮ বলেছেন: ভ্রু কোচকালে বুদ্ধিবাড়ে।তার আগে মাথায় কিছু থাকতে হবে।