নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \"দল\" বা \"লীগের\" নই । আমি দেশের ।

নিয়েল হিমু

আমি হিমু ছিলাম, আছি এবং থাকব।

নিয়েল হিমু › বিস্তারিত পোস্টঃ

জাগরণের গান

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩



জাগরণের গান গুলো google সার্স দিয়েও পচ্ছিলাম না মন মত । পরে বেশ কয়েকটা ধাপ পার হয়ে যখন পেলাম তখন মনে হল অন্য কারো জন্য একটু সহজ করে দেই না কেন ব্যপারটা ।

সব গুলো গান (পুরো ৭১টি) এখান থেকে একদম সহজেই পাওয়া যাবে ।

উলেখ্য যে ২০০৮/২০০৯ সালে বেসরকারি মোবাইল কম্পানি banglalink এর উদ্যগে কয়েক ধাপে ৭১টি গান প্রকাশ করা হয় ।

সাথে দেখে নেয়া যেতে পরে তারেক মাসুদ পরিচালিত ১৫ মিনিটের প্রামাণ্য চিত্র নড় সুন্দর

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৮

শোয়াইব আহামাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৫

নিয়েল হিমু বলেছেন:
যারা স্বর্গ গত । তারা এখনো জানে ।
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আটটা নামিয়ে ফেলেছি অলরেডি। কী পরিমাণ দ্রুতগামী আমি একবার দেখেন! চলছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

নিয়েল হিমু বলেছেন: নিচে দেখেন মামুন ভাই কি অফার করছে আমারে । যাই হোক কারো তো উপকারে লাগবে :)

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪

মামুন রশিদ বলেছেন: ওয়াও, দারুন জিনিস বের করেছ ভাইয়া । শেয়ারের জন্য ধন্যবাদ ।


আমার ল্যাপ্পিতে পুরো ৭১টি গানই আছে । ডাউনলোডের ঝামেলায় যেতে না চাইলে পেনড্রাইভে নিয়ে নিও ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

নিয়েল হিমু বলেছেন: কন কি মামুন ভাই !!!!!!!! আজকেই নিব আমি পেন ড্রাইভ নিয়ে আসতেছি ।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: থ্যাংকস আ লট হিমু ভাই!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

নিয়েল হিমু বলেছেন: আপনি কি ব্লগিএ ফিরবেন না ? বিশেষ করে অসাধারন সব গল্প গুলো নিয়ে ? আর গত কালকের কবিতাটাও কিন্তু ভাল লেগেছে আমার বেশ ।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

ইখতামিন বলেছেন:
শেয়ারে ধন্যবাদ

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

নিয়েল হিমু বলেছেন: :D :D :D

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০০

আফ্রি আয়েশা বলেছেন: শেয়ার করার জন্যে ধন্যবাদ :)
পোস্টটি প্রিয়তে নিলাম , যাতে আরো অনেকেই পেতে পারে :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৭

নিয়েল হিমু বলেছেন: মনে হয় ভাল একটা কাজ হয়েছে :)

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৭

রাসেলহাসান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২১

নিয়েল হিমু বলেছেন: "মুত FM, হন্টেড বাই---ককটেল" অনেক ফানি একটা লেখা কিন্তু :)

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: Khobor ki bro?? Kemon cholse??

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৯

নিয়েল হিমু বলেছেন: শরির একটু খারাপ যাচ্ছে বটে কিন্তু ভাল আছি । আপনার যে কোন পাত্তাই নাই ব্যপার কি ভাই ?!!!!!! ভুলে গেছেন যান সমস্যা নাই আসলে মায়া বাড়িয়ে লাভ নাই । ভাল থাকেন :)

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

রাসেলহাসান বলেছেন: আবারো ধন্যবাদ দিতে আইলাম। কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞতা রইলো। :) ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৯

নিয়েল হিমু বলেছেন: পড়া ব্যপারটার সাথে কষ্ট শব্দটা জরিত নয় । কয়েকটা লেখা দেখলাম আপনার ভিন্ন ধারার ক্রিয়েটিভ মনে হল আমার কাছে । চালিয়ে যান ব্লগে দাম না পেলেও অন্য কোথাও পাবেন ইনশাআল্লাহ :)

১০| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

জুয়েল গোপালগঞ্জ বলেছেন: ধন্যবাদ নিয়েল ভাই। ভাইকে আজকাল ব্লগে খুব একটা দেখা যায় যে ?

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

নিয়েল হিমু বলেছেন: কিছু মনে করবেন না আপনাকে চিনতে পারতেছি না :)
ব্লগে দেখা যাওয়ার তো আপাতত কোন কারন নাই তাই না ? :)

১১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হোয়াটস আপ?

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪১

নিয়েল হিমু বলেছেন: আগে পোষ্ট দেয়ার ঘন্টাখানেকের ভিতরে আপনার উপস্থিতি দেখতাম এখন ৪মাসের বেশি সময় পরে আপনাকে দেখলাম । তাও আরেকজন বলল । এখন আমার আগে আপনি বলেন হোয়াটস আপ ? :)

১২| ২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৫

হাতীর ডিম বলেছেন: সিডি কিনছিলাম। এক ফ্রেন্ড কপি করবে বলে নিয়ে হারিয়ে ফেলছে। :(
আবার নতুন করে পেলাম এত্তগুলা ধইন্যা হিমু ভাই :-B

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

নিয়েল হিমু বলেছেন: :)

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৭

অবচেতনমন বলেছেন: দারুন পোস্ট, বেশ লাগল, হিমু নতুন পোষ্ট কোথায়? অপেক্ষায় অবচেতন মন।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

নিয়েল হিমু বলেছেন: :)

১৪| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩৬

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০০

নিয়েল হিমু বলেছেন: কয়টা নামাইলেন ? কয়টা শুনলেন ? 8-| 8-|

১৫| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: একটা চমৎকার কাজ করেছেন!
পোস্টটি "প্রিয়"তে নিলাম, পোস্টে তৃতীয় প্লাস দিয়ে গেলাম। + + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.