নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নুর হাসান সন্দ্বীপী ব্লগার...আধুনিক বাংলাদেশী ব্লগার...

নুর হাসান সন্দ্বীপী ব্লগার

আমি একজন বিনোদন প্রেমি মানুষ, অনেক আগ থেকে ব্লগ লিখছি...

নুর হাসান সন্দ্বীপী ব্লগার › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন নিয়ে নাটক করবেন না আওয়ামীলীগ ও নির্বাচন কমিশন

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬

আওয়ামীলীগের কাছে অনুরোধ করি। দয়াকরে এমন নির্বাচন মূলক নাটক না করার জন্যে।আপনারা জনগণের টাকা মেরে [রপ্তানি] করতেছেন ভালো কথা। কষ্ট করে নির্বাচনের নাটক সাজিয়ে জনগণের টাকা আর ধংস করবেন না।

আপনারা সবাই সারাজীবনের জন্যে ক্ষমতায় থেকে যান।জনগণের টাকা মেরে দেন।জনগণকে ভোট দেওয়ার জন্যে আহবান না করলেই ভালো।

আপনাদের নাটক দেখার জন্যে মানুষ আর গভীর আগ্রহ নিয়ে থাকে না।মানুষ নির্বাচনের আগেই বলে দিতে পারে।ভোট জালিয়াতি হবে এবং আওয়ামীলীগের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে।

কেন না ভোট ডাকাতি করে যেহেতু ক্ষমতায় আসবেন।তাহলে আল্লাহর রস্তে ভোট ভোট নাটক বন্ধ করেন। জনজীবনে আর সমস্যা সৃষ্টি করবেন না।

১৭৫৭ সালে ইংরেজদের ষড়যন্ত্র এবং মীর জাফরের বেইমানির কারণে বাংলার শাসক নবাব সিরাজুদ্দৌলার পরাজয় হয়েছে। তেমনি প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদার মাধ্যমে বাংলাদেশর গনতন্ত্র বারবার পরাজিত হচ্ছে।

জানি আপনারা জনগণের শক্তিকে ভয় পান।জনগণের শক্তিকে ভয় পান বলে আপনারা বার বার ভোট ডাকাতি করেন। ভোট পাওয়ার জন্যে কেন্দ্র দখলের মত জঘন্য কাজে নারী এজেন্ট বাঁধা দিলেও তাদের ধর্ষণের হুমকি দেন।

আমি ব্যক্তিগত ভাবে মনে প্রাণে বিশ্বাস করি।আপনারা মুক্তিযুদ্ধের চেতনাটাকে বাজারে পণ্য হিসাবে ব্যবহার করতেছেন।মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে ক্ষমতায় টিকে থাকতে চান।

শুনে রাখুন আওয়ামীলীগ বাকশাল আপনাদের কায়েম হয়ে গেছে।বাকশালের পরে অন্য কোন কিছু থাকলে সেটা কায়েম করুন। আপনারা নিজেরা নিজেরা সবকিছু লুটপাট করে খান।জনগণের সবকিছু খান কোন সমস্যা নাই।

কেন না আপনারা লুটপাট ও দুর্নীতির করার জন্যে ক্ষমতায় আছে।সত্যি যদি আপনাদের মনে কোন ভয় না থাকে তাহলে নির্বাচন একদম সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে দিন।আর যদি দিতে না পারেন তাহলে নির্বাচন নিয়ে আর নাটক না করে কিয়ামত পযন্ত আপনারা ক্ষমতায় থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.