![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে সারাদেশে পরিচিত সীতাকুন্ডে প্রাকৃতিক রূপের আরেকটি নতুন সংযোজন হলো বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত । সারি সারি ঝাউগাছের সমারোহ, খোলামেলা পরিবেশ, জেগে ঊঠা সবুঝ ঘাসের বির্স্তীণ চর, বিশাল পিকনিক স্পট, সব মিলিয়ে বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত অর্পূব সৌন্দর্যের ঢালি নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। আজকের আয়োজন প্রকৃতির সুষ্ট এই সৈকতের কিছু নান্দনিক ছবি নিয়ে. . .
গানের সুরে যদি বলি
‘‘… চল না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে.....”
◊ বেলা শেষে সূর্যাস্ত দেখার জন্য সৈকতে পর্যটকদের ভিড় ◊
◊ সৈকতের বুকে সূর্যাস্ত যাওয়ার অপূর্ব দৃশ্য ◊
◊ সবুজ ঘাসে ঢাকা অনেক বড় বেলা-ভুমি ◊
◊ হালকা কাঁদায় উচঁ-নিচু সবুজের ঢিলা দেখতে লাগে বেশ ◊
◊ বেড়ী-বাধঁ এর ব্লগ যা ভেঙ্গে গেছে ঘুর্ণিঝড় মহাসেনের আঘাতে ◊
◊ জেলেদের মাছ ধরার র্বোড ◊
গুগুল ম্যাপে চট্টগ্রাম থেকে বাশঁবাড়ীয়া বাজারের দুরত্ব ও সময়
◊ পড়ন্ত বেলায় পর্যটকদের সেলফি তোলার ব্যস্ততা ◊
সৈকতের ভিডিও দেখতে নিচের লিংকঃ
বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত
বাশঁবাড়ীয়া সমুদ্র সৈকত -পর্ব -2
»» শীতের আবহে খানিকটা শুকিয়ে গেছে বাধঁ নিকটবর্তী মিষ্টি পানির পুকুরটি, যার ফলে দেখা যাচ্ছে পুকুরে দেওয়া ঝাঁক যা বিশেষ করে দেওয়া হয় যাতে কেউ মাছ চুরি করে নিয়ে যেতে না পারে মালিকের অবর্তমানে। যখন পানি কানায় কানায় থাকে ঐ সময় ঝাঁক গুলো পানিতে ডুবে থাকে, বুঝা য়ায় না । তখন কেউ চুরি করে জাল দিলে জাল টা ঝাকেঁর সাথে আটকে গিয়ে চিড়ে যায়। অনেকদিন পর সেই ঝাঁক দেখলাম □
»» এতদিন জানতাম খেজুর গাছের কাচাঁ মিষ্টি রস শুধু ছেলেরা চুরি করে, দিন পাল্টাইছে - সুযোগ পেলে শহরের আধুনিক মেয়েরাও যে খেজুর রস চুরি খেতে ওস্তাদ তা এতক্ষনে বুজে পেলেছেন নিশ্চয়ই ।
◊ বেড়ী-বাধাঁরে পাশে বড় পুকুর শীতের শুষ্কতায় শুকিয়ে গেছে অনেকখানি পানি ◊
◊ বাধেঁর পাশে জেলেরা তাদের মাছ ধরার জাঁল শুকাতে দিয়েছে ◊
ভ্রমণের বিস্তারিত দেখুন প্রথম পর্বে –
□ বাশঁবাড়ীয়া-সমুদ্র-সৈকত পর্ব-১
কাছাকাছি অপর সমুদ্র সৈকতঃ (১ কি.মি. দূরে )
সৌন্দর্যের এক অর্পূব লীলাভূমি আকিলপুর সমুদ্র সৈকত
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয়, সাথে থাকবেন, কাছে রাখবেন।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর সুন্দর ছবি, ভালো লাগলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, শুভেচ্ছা জানবেন। সাথে থাকবেন।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ত' মাশাল্লা,
সেখানে কি নিজের টাকায় গেছেন নাকি বাপের টাকায়?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১
নিয়াজ সুমন বলেছেন: টাকা কোথায় পেলাম তা মুখ্য নয়, বেড়ানোর মানসিকতা আছে কি না তা বিবেচ্য বিষয়। ধন্যবাদ আপনাকে।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২
আহমেদ জী এস বলেছেন: নিয়াজ সুমন ,
ছবিগুলো দেখে মনে হচ্ছে অনেক ভালো লাগার মতো একটি সৈকত ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২
নিয়াজ সুমন বলেছেন: ঠিক ধরেছেন। নিরিবিলি বেড়ানোর মতো অপূর্ব বীচ।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪
কালীদাস বলেছেন: দুনিয়াডারে খাইল এই সেলফি ব্যারামে
এমনিতে ছবিগুলো সুন্দর
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫
নিয়াজ সুমন বলেছেন: ঘুরাঘুরি আর সেলফি! তাছাড়া আবার চলে কি...
ধন্যবাদ প্রিয় ... ভালবাসা রইল।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১
এডওয়ার্ড মায়া বলেছেন: কালী দা বলেন-দুনিয়াডারে খাইল এই সেলফি ব্যারামে (
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
নিয়াজ সুমন বলেছেন: এই ব্যারাম চলবে হয়তো আরো কিছু সময়, যতক্ষন পর্যন্ত না আসে অন্য কোন অপশন !
শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিগুলো ভালো লাগলো +++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪
নিয়াজ সুমন বলেছেন: কবীর ভাই, ভালবাসা নিবেন, ভালো থাকবেন।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
জুন বলেছেন: সমুদ্র দেখলে মনটা ভালো হয়ে যায় আবার কেমন লজ্জিত ও হই। মনে হয় তার হৃদয়ের বিশালতার কনা মাত্রও আমাদের ভেতরে নেই কেন! কত অত্যাচার নীরবে সইছে আর সেখানে কত ক্ষুদ্র মন আর মানসিকতা আমাদের।
ভালোলাগলো ছবিগুলো। ওদিকে গেলে যাবো কোন সময়। তবে অনেক বছর আগে সীতাকুন্ড আর মীরেরশ্বরাই এর মাঝে এক অচেনা সৈকত এর রূপে মুগ্ধ হয়েছিলাম নিজাম সুমন। শুভকামনা অনুক্ষণ।
+
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৭
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ সাথে শুভেচ্ছা জানবেন। সময় করে এক সময় বেড়াতে আসবেন। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০
সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল।