![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।
মোরা
ঘূর্ণিঝড় মোরার কেরামতিতে
শান্ত বঙ্গোপসাগর রয়েছে অশান্তিতে।
পরিবার প্রিয়জন পড়েছে চিন্তায়
কখন কি হয় এক অজানা আশষ্কায় !
আবহাওয়া অফিসে পড়ল বাড়তি চাপ
ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বাড়ল দৌঁড়-ঝাঁপ।
দমকা হাওয়া আর ভারী বৃষ্টিতে
উপকুলীয় বাসী পড়েছে অসীম ভোগান্তিতে।
অপ্রত্যাশিত দূর্যোগময় আবহাওয়ায়
শ্রমজীবী মানুষ পড়েছে চরম দুর্ভাবনায়।
▪ পরর্বতী কবিতা সমূহঃ
::: আপন-পর :::
::: মন :::
::: তুমি নেবে :::
::: চিঠির আত্মকাহিনী :::
::: ফাগুনের আহবানে :::
::: জীবনের বাঁকে :::
::: ব্লু হোয়েল :::
::: বাস্তবতা :::
::: ২ ০ ২ ০ :::
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫৫
নিয়াজ সুমন বলেছেন: সামুতে আসলাম প্রায় মাসখানেক পরে, এসেই পড়লাম ’মোরার’ কবলে। আর কি করা তাকে নিয়ে দু’চার লাইন লিখে ফেলা। শুভেচ্ছা সহ ভালোবাসা রইল আপনার জন্য্ । যেখানে থাকুন নিরাপদে থাকুন।
২| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
৩১ শে মে, ২০১৭ সকাল ৭:৫৯
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মিতাই,,,, শুভেচ্ছা জানবেন।
৩| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:০০
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন। দুর্যোগ আসবেই, মোকাবেলার প্রস্তুতিও রাখতে হবে।
৩১ শে মে, ২০১৭ সকাল ৮:০০
নিয়াজ সুমন বলেছেন: জি ঠিক বলেছেন। ভাল থাকবেন সবসময়। শুভ কামনা।
৪| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন।
৩১ শে মে, ২০১৭ সকাল ৮:০২
নিয়াজ সুমন বলেছেন: হুম, আল্লাহপাক সহায় হয়েছেন। বড় ধরনের দূযোর্গ থেকে আমাদের রক্ষা করেছেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল একটা বিষয় নিয়ে লিখেছেন।
এ সময় ও এলাকার লোকজনকে সবাইকে নিরাপদ আশ্রয় থাকতে হবে ।