![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।
ভ্রমণ পিপাসু আমরা অনেকে পকেটের হাজার হাজার টাকা খরচ করে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিই । সেখানের সব চেয়ে সুন্দর বড় বড় স্থাপনা দেখার জন্য । অনেক বিশাল বা সবচেয়ে বিখ্যাত কিংবা হতে পারে পৃথিবীর সবচেয়ে সুউচ্চ কিছু দেখে অবাক হয়। এমন কিছু দেখতে পেলে নিজেকে সৌভাগ্যবান মনে হয়। নিজেকে নিয়ে নিজে গর্ববোধ করি । চোখ কান খোলা রাখলে খোঁজে পাবেন দেশের মধ্যে এমন অনেক কিছু আছে । খুব কম খরচে দেখে আসতে পারবেন অবিভুত হওয়ার মতো অনেক স্থাপনা বা মূর্তি, জাদুঘর কিংবা প্রাকৃতিক স্পট । আজ আপনাদের পরিচয় করিয়ে দেব দেশের মধ্যে অবস্থিত উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মুর্তি ।
বিহারের পেছনে সবুঝ ছায়াময় উন্মুক্ত মাঠ
বিহারে ঢুকার মূল ফটক
উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মুর্তি
কুয়াকাটা সৈকত থেকে প্রায় ৮ কি।মি। দুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী রাখাইনদের গ্রাম মিশ্রি পাড়া। কথিত আছে যে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মুর্তিটি এই গ্রামে ।
এখানকার রাখাইন নারীদের প্রধান কাজ হলো কাপড় বুনন। তাদের দৃষ্টিনন্দন হাতের তৈরী এইসব কাপড়-চোপড় আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত! ছোট বড়া অনেক গুলো দোখান আছে তাদের পাড়ায়। যেখানে তারা বাহারি রকমের শীতের কাপড় ও ব্যাগ সহ যাবতীয় জিনিসগুলো পসরা সাজিয়ে বসে আছে সীমা বৌদ্ধ বিহার দেখতে আসা পর্যটকদের জন্য। দামও তুলনামূলক অনেক সস্তা। ডিজাইন ও সুন্দর। রাখাইনদের তৈরী শীতের চাদর, মাপলার বেশ আর্কষনীয়।
এই বৌদ্ধ বিহার দেখতে যাওয়ার জন্য মোটর বাইক উপযুক্ত বাহন। আপনি চাইলে কুয়াকাটা সৈকত থেকে স্থানীয় ভাড়ায় চালিত মোটর বাইক এ করে ঘুরে আসতে পারেন। দরদাম ঠিক করে উঠবেন । কেননা তারা টাকা বেশি চাইবে আপনার কাছে থেকে। বেশ কয়েকটা যাচাই বাছাই করে দাম ঠিক করবেন।
অনেক তো ঘুরাঘুরি করলাম চলুন এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের সতেজ ডাব খেয়েনি
● পটুয়াখালীর কুয়াকাটায় দর্শনীয় স্থান সমূহঃ
কুয়াকাটা সমুদ্র সৈকত পর্ব-১
কুয়াকাটা সমুদ্র সৈকত পর্ব- ২
কুয়াকাটা সমুদ্র সৈকত পর্ব- ৩
কুয়াকাটা তুলাতলী খালের মনলোভা দৃশ্য পর্ব- ৪
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
নিয়াজ সুমন বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় মাইদুল ভাই, শুভেচ্ছা জানবেন।
২| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
উচ্ছল বলেছেন: ছবি দিয়ে পোস্ট শুরু করেছেন। কিছু ভূমিকা ও প্রাসঙ্গিক ২/৪ লাইন লিখলে আরো ভালো হতো।
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬
নিয়াজ সুমন বলেছেন: ওয়ার্ড ফাইলে বর্ণনা লিখেছিলাম। কিন্তু ব্লগে পোস্ট করতে গিয়ে বাধঁলো বিপত্তি । মাথা টা গেল বিড়গিয়ে। আর তাই তেমন কিছু লিখতে পারি নাই।
ধন্যবাদ আপনা মতামতের জন্য।
৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর ছবি ।
১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মনিরা আপু, শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সবসময়।
৪| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
কালীদাস বলেছেন: কয় কি? সবচেয়ে বড়টা পটুয়াখালিতে!! আমার ধারণা ছিল দেশের ঐ সাইডে বৌদ্ধিষ্ট কম ইস্টার্ণ বা নর্দার্ন সাইডের চেয়ে।
আপনার ট্রাভেলগ মানেই বিশেষ কিছু সবসময়। চালিয়ে যান
১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
নিয়াজ সুমন বলেছেন: আমারও তাই ধারনা ছিলো। আপনার কথায় উৎসাহিত হলাম।
ভালোবাসা নিবেন ভাইয়া। শুভকামনা।
৫| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৯
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মিতা, আপনার জন্য ভালোবাসা অবিরাম..
সুস্থ থাকুন সবসময়।
৬| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
শেরপুর মেইল বলেছেন: প্রতি মুহূর্তের খবর
৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার যতসব ছবি।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
নিয়াজ সুমন বলেছেন:
আপনার জন্য বকুল ফুলের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সবসময়।
৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১
মো: নিজাম গাজী বলেছেন: বাহ! চমৎকার ছবি ব্লগ। শুভেচ্ছা।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
নিয়াজ সুমন বলেছেন: গাজী ভাই, আপনাকেও শুভেচ্ছা। শুভ কামনা আপনার জন্য।
৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: কালকে সারাদিন পোস্টটা চোখের সামনে ঘোরাঘুরি করেছে কিন্তু পড়ার আগ্রহ পাইনি!!
কারনটা হয়তো না বললেও বুঝতে পারবেন!!
বাদদেই ওসব!!
কাজের কথায় আসি!!!!
ছবিগুলো সুন্দর ছিলো!!!
+
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ রহমান ভাইয়া, আপনার মন ভালো হোক আগের মতো প্রানবন্ত হোক এই কামনা করি।
১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৭
ফেরদৌসা রুহী বলেছেন: ঘুরে এলাম আপনার সাথে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি।
ছবিগুলি খুব সুন্দর এসেছে, সাথে আপনার টুকটাক বর্ণনাও খুব ভালো লেগেছে।
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭
নিয়াজ সুমন বলেছেন: আন্তরিক ধন্যবাদ রুহী আপু, ভালো থাকুন, সাথে থাকুন। শুভ কামনা।
১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ২০১১ সালের কুয়াকাটা ভ্রমণের কথা মনে পরে গেলো ভাই আপনার ছবি গুলো দেখে। সেদিন আমাদের কাছে ভালো কোন ক্যামেরা বা ক্যামেরা ফোন না তুলতে পারিনি ছবি গুলো। ভালো লাগলো দেখে। ভালো থাকুন সব সময়।
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
নিয়াজ সুমন বলেছেন: নয়ন ভাই, আপনাকেও ধন্যবাদ। ভালোবাসা রইলো আপনার প্রতি।
১২| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
ফয়সাল রকি বলেছেন: সুন্দর পোষ্ট।
১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ রকি ভাইয়া, সবসময় পাশে থাকার জন্য। শুভ কামনা আপনার তরে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: +++++
বরাবরের মতই সুন্দর।