![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।
আমাদের দেশে সাধারণত দু’ধরনের কুন্দ দেখা যায়। একটি সুগন্ধি, অন্যটি গন্ধহীন। বেলি ফুল ও জুঁইয়ের পাতার সঙ্গে এর অনেক মিল। লতানো ধরনের চিরসবুজ ঝোপ। ছোট ডালে গুচ্ছ গুচ্ছ সাদা রঙের সিঙ্গেল বা ডাবল ফুল ফোটে, এরা গন্ধহীন। আরেক জাতের পাপড়ির কিনার গোলাপি, এটি সুগন্ধি। বংশবৃদ্ধি কলমে, শিকড় থেকেও চারা গজায়।
কুন্দ ভারত উপমহাদেশের প্রজাতি। লতানো ধরনের চিরসবুজ ঝোপ। পাতা ও কচি ডাল রোমশ। পাতা একক, ৩-৬ সেন্টিমিটার লম্বা, উপর মসৃণ, নিচ রোমশ। বেশি ফুল ফোটে শীত, বসন্ত ও গ্রীষ্মে। চারপাশে ছড়িয়েপড়া ছোট ছোট ডালে গুচ্ছ গুচ্ছ সাদা রঙের সিঙ্গল বা ডাবল ফুলগুলো ৩ সেন্টিমিটার চওড়া। দলনলের আগায় ৭ থেকে ৯টি পাপড়ি থাকে, পাপড়ির আগা চোখা বা ভোতা দুরকমই হতে পারে। এদের বৈজ্ঞানিক নাম Jasminum pubescens। এরা গন্ধহীন। Jasminum pubescens প্রজাতির ফুলের পাপড়ির কিনার গোলাপি।
কুন্দ Oleaceae পরিবারের উদ্ভিদ। এই Oleaceae পরিবারের প্রায় ২০০ টি ফুলের এক বিশাল গণ Jasminum । এই গণে আছে বেলী, জুই, চামেলী সহ নানান সুগন্ধি ফুল, তবে কুন্দ গন্ধহীন।
অন্যান্য নামঃ Musk jasmine, Downy jasmine, Indian jasmine, Star jasmine, Winter jasmine, Megha Mallika (Sanskrit) etc.
বৈজ্ঞানিক নামঃ Jasminum pubescens
Family : Oleaceae
ফুল নিয়ে আরো ব্লগঃ
ঐ শিউলি ফুলের সুবাসে মন করে আকুল
দৃস্টিনন্দন কিছু বুনো ফুল পরিচিতি
দৃষ্টিনন্দন শীতের ফুল
তথ্যঃ শেষ চারটি ছবি ও তথ্য সুত্র ইন্টারনেট।
প্রথম চারটি ছবি বান্দরবনের নীলগিরি পর্যটন স্পট থেকে তোলা।
১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৯
নিয়াজ সুমন বলেছেন: সত্যি বলতে আপনার আর পগলা জগাই ভাইয়ের ফুলের পোস্ট দেখতে দেখতে আমারও ফুল নিয়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
তাই যেখানে যাই চেষ্টা করি একটা ফুলের ছবি অনন্ত তুলতে।
ধন্যবাদ আপু।
২| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: আমি আজও বাংলাদেশের সব ফুল চিনলাম না। জানলাম না।
২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৬
নিয়াজ সুমন বলেছেন: কি বলেন রাজীব ভাই,
ছবি আপু আর জগা ভাইয়ের এত ফুলের পোস্ট দেখার পরেও
তা কি করে সম্ভব !!!
৩| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮
এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে অনেক সুন্দর পোস্ট
২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৪
নিয়াজ সুমন বলেছেন: আপনার ভালোলাগায় ধন্য আমি। শুভেচ্চা জানবেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪০
কবিতা পড়ার প্রহর বলেছেন: কুন্দ ফুল দেখেছি কিনা মনে পড়ছে না কিন্তু নাম শুনিনি।
২৬ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৯
নিয়াজ সুমন বলেছেন: যাক
এইবার তো, দেখলেন প্লাস শুনলেন ..।
৫| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪১
লর্ড ভ্যারিস বলেছেন: এই ছোট্ট জীবনে আজ নাম শুনলাম এই ফুলের!
২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২
নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। ভালো থাকুন। এমন করে আরো অনেক কিছুর নাম শুনবেন ভবিষৎতে।
৬| ২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে লেখা ও ছবি।
২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৫
নিয়াজ সুমন বলেছেন: আপনার থেকে প্রশংসা শুনলে অনুপ্রাণিত হয়। শুভেচ্ছা থাকলো।
৭| ২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৫
মেহবুবা বলেছেন: এই পোষ্টে বেশ নতুন কিছু তথ্য পেলাম।
২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৩
নিয়াজ সুমন বলেছেন: যাক । নতুন কিছু জানাতে পেরে কষ্ট সার্থক হয়েছে বলে মনে হচেছ। ভালো থাকুন। শুভেচছা জানবেন আপু।
৮| ০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের অফিসে আছে গন্ধহীনটা।
০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪১
নিয়াজ সুমন বলেছেন: তাই, ফুলটি সত্যিকার অর্থে দৃষ্টিনন্দন । নয়ন জুড়ানো ঠিক আকাশে জ্বলে উঠা তারার মতো। মনে হয।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট ধন্যবাদ