![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা রেলের গাড়ি, চলে গেল ঠিক
বুকের উপর দিয়ে, ঝিক ঝিক ঝিক।
আমার বলার মত, কত ব্যথা ছন্দ
নিশ্চুপ নির্দয় ছিল, যত কথা-নন্দ।
হিসাব কষার দিন, রাত চুপ চাপ
আমার সম্মুখে ছিলে, করে খুব পাপ।
সে-পাপ পাপের মত, এভাবে হারালো
আমার মরণ যত, তোমাতে গড়ালো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩২
নিবারণ বলেছেন: আপনি বিজ্ঞ ও জ্ঞানী মানুষ। আপনার কমেন্ট পাইয়া খুশি হইলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো হয়েছে।
চালিয়ে যান।
প্রচুর পড়ুন। আর প্রচুর লিখুন।
শুভ কামনা সব সময়।