![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
একটি ভুল মানুষের জীবনে কতটা অসয্য কর?
বয়স 35/40 হবে এখনও বিয়ে করেনি রনি, শিক্ষিত হ্যান্ডস্যাম জ্ঞানিও বটে, কিন্তু কেন আজও বিয়ে করেনি সে? তার ছোট তিন ভাই সবাই বিয়ে করেছে আর তাদের প্রত্যেকে বাচ্চাও হয়েছে, গ্রাম সহ বন্ধু বান্ধবরা অনেক কথা বলে।পিতা মাতা ঠিকল এবার তাকে বিয়ে দিবে, তাই সব ভাইদের ডেকে মেয়ে দেখে বিবাহর তারিখ ঠিক করল। পথে রওনাও দিল সবাই, রনির বন্ধু বলল আমরা রনিকে নিয়ে আগে যায়। বেশ সে ভাবেই গেল, মেয়ে পক্ষ তাদের সাধ্য মত প্রস্তুত, পথিমধ্য এসে রনি নেই। বন্ধু পড়ল বিপাকে কেন সে বাড়ি থেকে আনল? কি উত্তর তার কাছে? হতবাক! ছেলের ঘটক ছিল আপন খালা সে আবার মেয়ের চাচি। মেয়ের ঘটক ছেলের ফুপাতো ভাই এর চা শশুর, সবকিছু মিলে বেধে গেল এক এলাহি কান্ড। কে করল এই ভুল? পিতা মাতা? ভাই? না রনি নিজে? যদি সে এই বিবাহে রাজি নাথাকত এমনটি হতোই না। আর রাজি হয়ে কেন পথিমধ্য থেকে পালিয়ে এল? সামান্য ভুল মানুষের জীবনে অনেক বড় ক্ষতি করে দেয়। আমরা ইচ্ছা করলেই সব পরিবর্তন করতে পারি। নিজের সম্মান নিজের কাছে, আপনার ক্যারিয়ার তৈরির জন্য আপনিই জতেষ্ঠ তাই এমন সামান্য ভুল থেকে দুরে থাকবেন জীবনে অনেক কিছু পাবেন, হারাবেন কম! হয়তো আপনার নিকট জনের থেকে অন্য কারও একটা কথা রাখতে গিয়ে এমন সমস্যার সৃষ্টি, একজনের কথা রাখতে গিয়ে শত জনের লাঞ্ছিত! জীবন চলার পথে চোখ কান খুলে চলুন, জীবন বদলে যাবে, ভুল করার পরে কোন সমাধান নেই। যদিও পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে।ঐ ভুলকে সমাধান করতে গেলে আপনাকে সেখানে পটি মারতে হবে, যা কখনো ভাল কিছু নয়। 01818655090
©somewhere in net ltd.