![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
বৈশাখ আসতে না আস্তে শুরু বৈশাখের প্রবনতা। যশোর শহরে হঠাত কাল বৈশাখী ঝড়,সন্ধ্যা 7 টার দিকে শুরু হয় এবং প্রায় 7.30 মিঃ পর্যন্ত এক টানা কল্পনা অতিত বৈশাখে ছোয়া দেখা যায়। সঙ্গে শিলা বৃষ্টিও হয়। টানা 30 মিঃ ঝড় বৃষ্টিতে প্রচুর পরিমানে ক্ষয় কইত দেখা যায়। বিশেষ করে গরমের প্রিয় ফল আম! আমের ক্ষতি সহ কৃষকের ধানের ক্ষতিও হয়েছে প্রচুর। কিছু বস্তি ঘর সহ বাড়ি ঘর এর টিন, চাল ঝড়ের কবলে পড়েছে। সব কিছু মিলিঢে বৈশাখ আসার আগে তার বৈচিত্র েএক রুপ দেখিয়ে দিল। যানা যায় কুষ্টিয়া মেহের পুর, বেনাপোল, মাগুরা, খুলনা সহ আশে পাশের এলাকায় প্রচুর ঝড়হাওয়া বয়ে যাওয়ার কারনে রাস্তার দু পাশ্বের গাছ ভেঙ্গে রাস্তা বন্ধ হয়ে গেছে। রাস্তার যানবাহন চলাচলের অসুবিধা হওয়া যাত্রী হয়রানী হচ্ছে। এখানে কর্তৃপক্ষের কোন দোষ নাথাকলেও যাত্রী সেটা নাবুঝেই হৈ হুড় করছে। এদিকে শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে জন চলাচল বন্ধ। আইন শৃঙ্খলা বাহীনি তাড়াতাড়ি রাস্তা পরিষ্কার করার জন্য কাজ করে যাচ্ছে।
©somewhere in net ltd.