![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
হৃদয়ের পাতা
নাঈম রেজা
যেখানে শেষ বন
সেখানেই আমার মন,
যেখানে আছে আমার প্রিয়া
সেখানেই আমাকে পাবে গিয়া ।
যেখানেই তোমার দেখা পাই
সেখানেই আমি যায়,
যেখানেই তুমি হারিয়ে যাও
সেখানেই আমাকে তুমি পাও ।
যেখানেই তোমার ফাকি
সেখানেই ঝরে আমার আঁখী,
যখনি তোমাকে ডাকি
তখনি কষ্টে থাকি ।
©somewhere in net ltd.