![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
নয় বছর পেরিয়ে
নাঈম রেজা
১৫/০৭/১৭
শনিবার
চাঁচড়া, যশোর।
পেরিয়ে গেল নয়টি বছর,
চেয়েছিলাম আরও আগে...
যে কথা তুমি এখন বলছ!!
শিকারী হয়ে বনে বনে ঘুরেছি
তবু পাইনি একটি হরিণী,
আর নিজে যখন খাঁচায় বন্ধী
হরিণী তখন আমাই খোজে সারা ধরণী।।
ফুল হয়ে সৌরভ ছড়িয়েছি
একবারও বুঝতে চাউনি,
সন্ধ্যা গড়িয়ে গিয়েছে
এখন কেন, অপলক নয়নের চাহনী?
চেয়েছিলাম স্বর্গ থেকে প্রশাধনী এনে
তোমাকেই সাজাতে,
এত আশা, ভালবাসা সয়নি অভাগীর হৃদয়
তাই অবশেষে হলো তোমাকে হারোতে।
নয়টি বছর পর
করছো অন্যের ঘর,
সুখের স্বপ্ন ভেঙ্গে দিয়ে বুকে বেধেছি পাথর
নয়টি বছরের পুরন প্রেমের ব্যাথায় আজও আমি কাতর।
©somewhere in net ltd.