![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
স্বপ্নে ঘেরা জীবন
নাঈম রেজা
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০০৯, রায়পাড়া, যশোর।
যে পাখি উড়েছে নীল আকাশে
সে পাখির নীড় নাই,
যে পাখির ছানা উড়তে শিখেছে
সে ছানার মায়ের কোলে ঠাই নাই।
একটা অচিন দেশের অতিথি পাখি
এসেছে সোনার দেশে,
দু’টি জীবন ছিন্য, ভাসে শুধু আঁখি
প্রিয়াকে নিয়ে চলে গেল শেষে।
মধুর মিলন পেয়েছ তুমি
স্বপ্ন ঘেরা জীবনে,
সারা জীবন মনে রেখ
ঘুম পড়ানো স্বপনে।
©somewhere in net ltd.