![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
রূপের দেশে আমার মায়ের পা
নাঈম রেজা
বলরামপুর,হাকিমপুর
দিনাজপুর ০৯/০৯/০৮
তৃণলতা বট মূলের ছাঁয়া
হৃদয় জুড়া তুমুল মায়া,
ছোট মন,ছোট্ট ঘেরা গাঁ
ঘাষ বনে যুগল নারীর পা ।
ধুধু যে বালুচর
নেইকো কোন শেষ,
সবুজ ঘেরা ঘাষ বন
আমার রূপের দেশ ।
মনচাই উড়ে যায়
অজানা কোন দেশে,
সবি কিছু ক্ষ্যন্ত হয়
উড়াল দেওয়ার শেষে ।
ছোট্ট কুঠির ঘরে বকসে
আমার প্রিয় মা,
যেথায় থাকি সেথায় দেখি
আমার মায়ের পা ।
©somewhere in net ltd.