![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
আজও ভুলে যাওনি
নাঈম রেজা
শনিবার ২৪/০১/০৯
রেলগেট যশোর
কথা ছিল থাকব দুজন একই ঘরে
ছেড়ে গেলে প্রিয়া তুমি তার কিছুদিন পরে,
কথা দিয়ে তুমি কথা রাখনি
আমাই বুঝি তুমি ভালবাসনি ।
আমাই ছাড়া তুমি আর কিছুনা চিন্তে
এক পলকে তাকিয়ে তুমি নিরবে চেয়ে থাকতে,
আমাই ছাড়া অন্যের সাথে রাত কাটাবে তা তুমি যান্তে
যাবার আগে তুমি শেষ দেখা দিতে আসনি
আমাই বুঝি তুমি ভালবাসনি ।
একদিন দু-দিন তিন দিন করে আমাই তুমি ডেকেছ,
এক বছর দু-বছর তিন বছর তুমি আমার কাছে এসেছো,
যানি তুমিসে কথা আজও ভুলে যাওনি
তবে তুমি কেন আমাই ভালবাসনি ?
©somewhere in net ltd.