![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
তুমিও যাও........
নাঈম রেজা
মা'দেখ কারা যেন অস্ত্র নিয়ে আসছে......
তুমি বীর সন্তান !!
কোথায় যাব ‘মা’ ?
দেশের সম্পাদ বাঁচাতে,
কারা এদেশের সম্পাদ ?
তোমার মত শত শত লক্ষ নবীন !
আমি যে লড়তে জানিনা মা;
একটা প্রাণের বিনিময় অন্য প্রাণতো বাঁচবে
তবে চলিলাম .......
সেই যে খোকা গেল
আর ঘরে ফিরে এলোনা,
আজও ফেরেনি !!
এত দিন পর তাকে শুধু
বাংলার রক্ত দিয়ে লেখা ইতিহাসে
জিবন্ত ছবি দেখলাম ।
আনন্দে দু’নয়ন ভরে অশ্রæ এলো
আমার ছেলে যে এখনও বেচে আঝেছ
লক্ষ কটি মানুষের হৃদয় ।।
০৮/০৯/০৭
শনিবার
যশোর¬¬¬
©somewhere in net ltd.