![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
অপূর্ব আশা
নাঈম রেজা
যদি বৈশাখী গোলাপ হতাম
আমাকে উপহার দিত,
যদি আকাশের চাঁদ হতাম
আমাকে উপমার সাথে তুলনা করত
যদি বাগানের ফুল হতাম
অনেকে বাগানের মালি হত ।
যদি বাতাস হতাম
অনুভাব করত ।
যদি শীতের সকালের রোদ হতাম
গায়ে মাখত
যদি কোকিল হতাম
আমার সুরে গান গাইত,
যদি আলো হতাম
আমাকে নিয়ে পথ চলত,
যদি সাগর হতাম
আমার বুকে ডুব দিত !
©somewhere in net ltd.