নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি♥♥♥

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

আহা আজি এ বসন্তে, কত ফুল ফোটে। কতো পাখি গায়। আহা আজি এ বসন্তে।’ রবীন্দ্রনাথের এ গানটি শুনলেই মনে পড়ে বসন্তের কথা। আর বসন্ত মানেই ফুলের সমারোহ। ফুল মানেই রঙের মিলন মেলা।এইতো আর মাত্র দিন কয়েক বাদেই প্রকৃতি পাবে বসন্তের ছোঁয়া। দীর্ঘ প্রতীক্ষার পর সবাই সাদরে বরণ করবে ঋতুরাজ বসন্তকে। সেই খুশিতে গাছের শাখে শাখে ফুটবে হরেক রকম ফুল। তুমিও কিন্ত কম খুশী নও। একটা হলুদ শাড়ী হবে তোমার আভরণ। খোপায় গুজবে গোটা কয়েক ফুল। বসন্তরাজও যেন মুগ্ধ তোমার স্বর্গীয় সৌন্দর্য্যে। মুগ্ধ আমিও। চোখ বন্ধ করে লম্বা করে কয়েকবার বুকভরে নিশ্বাস নিলেই দেখা মেলে হাজারো স্বপ্নের। কিন্ত স্বপ্নগুলো হঠাত কেমন যেন কম্পিত হতে শুরু করে। তোমার ব্যস্ততা। তোমার পথচলা আর আমার তোমাকে হারানোর ভয়। প্রতি মুহুর্তে তোমাকে হারানোর ভয় যেন আমাকে গ্রাস করে ফেলছে। চোখ বন্ধ করলেই যেন এক অশরীরী হতাশা আমার চারপাশ ঘিরে ফেলছে। তবে শোন সত্যি বলছি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসতে অসম্পুর্ন রাখিনি। আমাকে ঠকিওনা শুধু একটুখানি ভালোবাসা দিও। ব্যাস! তাতেই খুশী। মাঝে মাঝে নিজেকে ছাগলের সাথে তুলনা করে বসি। ছাগল কিন্ত অল্পতেই খুশী ঠিক আমার মত। হাহাহাহা!!!!! হ্যা তোমাকে বলছি হারিয়ে যেওনা। চিরকাল আমার হাতটা ধরে রেখো শক্ত করে যদি একবার ভুল করেও ছেড়ে দাও তাহলে একদিন হয়তো তোমার অনেককিছু থাকবে কিন্ত থাকবোনা কেবল আমি। তোমাকে শূন্যতা গ্রাস করবে হয়তো। পরিশেষেঃ নূপুর তোমাকে সত্যি বড্ড বেশী ভালোবাসি।।।♥♥♥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.