নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

অামার ছোটবেলার কবিতাগুচ্ছ (নষ্টালজিক)

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

মা অামাকে ঘুম পাড়াতেন:
অামার দাদী (ঠাকুরমা) অামাকে ঘুম পাড়াতেন :


যতদুর মনে পড়ে, জীবনে প্রথমবার মুখস্থ করা কবিতা:


যখন প্রথম শ্রেনীতে পড়তাম :


অতঃপর কবিতাগুচ্ছ (যেসব পড়ে বড় হয়েছি)। অঙ্গাঅঙ্গিভাবে জড়ানো কবিতার প্রতিটা চরণ। বড্ড ইচ্ছে করে সে দিনগুলোয় অারেকবার ফিরে যেতে... ♥



























অাশা করি, অাপনি/অাপনারাও খানিকটা অতীতে ফিরে গিয়েছিলেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: ফালতু পোষ্ট।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: হা হা হ্া

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: অসংজ্ঞায়িত নিঝুম,




নষ্টালজিক।
এমন ছড়া/কবিতা আজ আর কারো মনে দোলা দেয়না। দেবেই বা কি করে, শিশুদের পাঠ্যবইয়েই তো এগুলো সম্ভবত নেই!
এসব নেই বলেই এখনকার প্রজন্ম চিন্তায়, মানসিকতায়, রূচিতে বড্ড ভিখারী!

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৫

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: এখনকার বাচ্চারা এসব ছড়া/কবিতার নামইতো কখনো শোনেনি। বর্তমানে পাঠ্য বইয়ে এখন অার এসব নেই।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনি ভুল তথ্য দিচ্ছেন ।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক র্বোড ,বাংলাদেশ কতৃক শিশু থেকে পঞ্চম শ্রেণির আমার বাংলা বই এ
প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে এর প্রায় সবগুলো কবিতা ই পাঠ্য সূচির অর্ন্তভুক্ত আছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: অধিকাংশই বোধয় নেই।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

নাহার জেনি বলেছেন: কয়েকটা বাদে অধিকাংশ ছড়াগুলো আমার এখনো মুখস্ত আছে :)

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: বাহ্!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.