নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

অঙ্গ-প্রতঙ্গ দান

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯



স্বার্থের পৃথিবীতে না থাকাটাই শ্রেয়। দিন দিন মানসিক ভাবে ধ্বংসের দিকে এগোচ্ছি। বিশ্বাস নিয়ে এতবড় প্রতারনা আমাকে ঘুমোতে দিচ্ছেনা এক মুহুর্ত। খুব ইচ্ছে করছিলো প্রিয় মানুষটাকে বুকে নিয়ে বেচে থাকবো অনন্তকাল। সুখ-দুঃখে সারাটাজীবন শক্ত করে একে অপরের হাত ধরে থাকবো। কিন্ত ভাগ্যবিধাতা সহায় হলোনা। মানুষ এতবড় প্রতারনা করতে পারে জানা ছিলোনা। যে কিনা নিজের স্বামীকে মুহুর্তেই অস্বীকার করতে পারে। জানি, সভ্য সমাজ হয়তো আমাকে "কাপুরুষ" বলবে অথবা অশ্রাব্য ভাষায় আমাকে সংবর্ধনা দিবে। কিন্ত অামি কি করবো? আমার মন তো মানছেনা। ভাগ্যবিধাতা কেন এমন করলো আমার সাথে। আমার ভালোবাসার দেবী আমার বুকেই অতি যতনে ছুড়ি চালিয়ে দিলো। যাহোক, পরিষেশে। আমি যদি "আত্মহত্যা" করি কিংবা কোন দূর্ঘটনায় মারা যাই তার আগেই আমি আমার অঙ্গ-প্রত্যঙ্গ স্বেচ্ছায় দান করে দিতে চাই। সবার পরামর্শ আশা করছি। ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: দান করা ভালো। করে দিন ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ভালোবাসার দেবী আমার বুকেই অতি যতনে ছুড়ি চালিয়ে দিলো।
.......................................................................................................
হা হা হা
ভালবাসার উৎকৃষ্ট নিদর্শন

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: আজকের নিদর্শন আগামী দিনে ইতিহাস

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

কনফুসিয়াস বলেছেন: কিছু নারী ছলনাকে শিল্পের মত আয়ত্ব করে নিয়েছে, এটা ওদের কাছে ক্লাস ২ এর কবিতা।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

বঙ্কু বাবু বলেছেন: আত্মহত্যার প্রশ্ন ই আসে না। তবে অঙ্গ-প্রত্যঙ্গ দান করতে চাইলে
https://www.bsmmu.edu.bd/
http://chokh.org/
http://liver.org.bd/
এই ধরনের সংস্থার সাথে চুক্তিভুক্ত হয়ে থাকতে পারবেন বলে মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.