![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যেন সবাই ডাক্তার শশী
মনের গহবরে লুকিয়ে এক কুসুম
আমরা তাকে খুঁজি না কখনও
যদিও -
ছায়ার মত থাকে সে জীবনভর ।
আমরা তার কথা ভুলে যাই
আমরা তার কথা মনে করি
আমরা তাকে খুঁজি না কখনও
তাকে খুঁজলে আমরা হতাশ হব বলে !
আমরা তাকে খুঁজি না আর
সে ফিরে আসে না
তার সেই উৎসাহ-নিষ্ঠা আজ আর নেই
তার আগ্রহ এখন মলিন পৃথিবী।
শশী ডাক্তারের কথা কখন সে ভুলে গেছে!
যে কেবল একটা ইশারার জন্য তার অপেক্ষা
আজ একটা আস্ত পৃথিবী নিয়ে গেলেও
কৌতুহল হয় নাকি তার আর ?
তবু কুসুমকেই সবচাইতে ভালবাসি !
সেই তো প্রথম বন্ধু আমাদের
যে আমাদের চিনে ছিল
আমাদের নিজেকে চেনার আগেই
আর ওরকম কি কেউ আসে আর ?
এবং এই ধরায়
শশীরা থাকবে ,কুসুমরাও থাকবে
শশীরা ভুল করে কুসুমদের হারাবে
এটাই যে নিয়তি
চলবে আরও যুগ যুগ ধরে
গোপন বেদনা সাথে নিয়ে ।
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৭
৪নিখিল বলেছেন: আপনাকে ও ধন্যবাদ..
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭
মেজদা বলেছেন: সুন্দর, খুবই সুন্দর লিখেছেন। ধন্যবাদ