![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে রাস্তার পাশে এই চায়ের দোকানে বসে আছি
ধুলোবালি যানবাহনের কর্কশ আওয়াজ
তবু আমি শুনি ঝর্ণার কল্ কল্ শব্দ
শাদা বক হঠাত্ উড়ে যায়
জাল হাতে দাঁড়িয়েছে গাঁয়ের যুবা
ত্রস্থ পায়ে চঞ্চলা কিশোরী
কলসি হাতে গাঁয়ের বধু
মেঠো পথ এঁকে বেঁকে হারিয়েছে পাহাড়ের মাঝে
সবুজ তারপর ফিকে হতে হতে
মিলিয়ে যায় আকাশের নীলে
শুভ্র মেঘ শাদা ভালুকের মত উড়ে যায় দিগন্তে
সব আমাকে নিমন্ত্রণ জানায়
আর আমার রক্ত কণার মধ্যে তৈরি হয়
বিলাসের ব্যঞ্জনা ।।
©somewhere in net ltd.