নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভবঘুরে।

৪নিখিল

একজন ভবঘুরে।

৪নিখিল › বিস্তারিত পোস্টঃ

কল্পলোকে

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

মনে হয় কেটে যাবে মেঠো রাত কীর্তন শুনে
রুপালি গাঙে পানির ঢেউয়ে নৌকায় দুলে
মেঘে মেঘে লুকোচুরি চাঁদের বুড়ি আকাশে
অন্ধকার চরাচর পাহাড়ের ছায়া নদী গেছে চলে।।

মনে হয় এই মাঠ বন ফেলে সকালের রোদ্দুরে
জনপদের কিনারে বালুকাবেলায় পানি ফল ছিটিয়ে
বানায় তাজমহল বালি দিয়ে তারপর ফিরে আসি
মেঠো পথে হেটে উঠোনে শিম গাছের টুনিদের কাছে।।

মনে হয় ফিরে গিয়ে দেখি বোধিবৃক্ষের তলে গৌতম
নিজেকে ভুলিয়ে কেন আছে এমন মৌনি হয়ে
এমন ক্ষুধার্ত দেহে কেন দিয়ে যায় পায়েশ দুটি শাদা
কঙ্কণ হাতে এমন মায়া নিয়ে কোন তরুণীর মনে।।

মনে হয় নেশায় বুধ হয়ে কোন তরুণীর অমার্জিত
ভালোবাসার ইশারায় প্রেমকে মনে করে কর্কশ
আবার পেয়ালা ভরে দিতে বলি সিগারেটের ধূমায়িত
অন্ধকারে রিনরিন চুড়ির শব্দে নষ্টদের শিৎকারে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.