![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন এইসব ছেড়ে ছুড়ে দিগন্তের কাছে কোন দ্বীপে
একান্ত একাকী আপনার ব্যথায় মলিন এই প্রান নিয়ে
নীলাভ জলে চোখ রেখে চুপচাপ সেখানে আর
থাকবে না কেউ শুধু কিছু আছড়ে পড়া ঢেউ
আর ধবল বক লিকলিকে এক পা ডুবিয়ে
আহারের আশ্বাসে দাড়িয়ে গভীর ধ্যানীর মতন
আমিও তেমন ।
ভোরের আলোর উচ্ছাসে পাখিদের কলোরবে
শিশির ভেজা ঘাসের পরশে শরীরের উষ্ণতা সব নিবে
আর ক্লান্তি নেই কোন বেদনা পাখির মতন নরম তুলতুলে
এই দেহ পালকের মত ভেসে হাওয়ায় আবেগে
নতুন প্রাণের সঞ্চারে সেখানে থাকবে না কেউ
শুধু কিছু ঢেউ আর ধবল বক ধ্যানীর মতন
আমিও তেমন ।
আজকের এই যন্ত্রের মতন আমার নিশ্বাস বিশ্বাস শব্দ
মাথার উকুনের তোড়জোড় তবু কাঙ্ক্ষিত চুলের ঘ্রাণ
অনুমেয় উষ্ণ আবেগ সন্ত্রস্ত জীবনের বেগ
কিছুই থাকবে না শুধু কিছু ঢেউ ধবল বক ধ্যানির মতন
আমিও তেমন ।
শুভ্র মেঘের দল সাদা কাশবন আদিগন্ত আকাশ নীল
জংলি কিছু ফুল ফল লতা খরগোশের বাসা
কিছু আছড়ে পড়া ঢেউ আর ধবল বক লিকলিকে
এক পায়ে দাড়িয়ে গভীর ধ্যানির মতন
আমিও তেমন।।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৩
৪নিখিল বলেছেন: ভিতরে সবার এইটেই লুকিয়ে ?
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০
বিজন রয় বলেছেন: ভোরের আলোর উচ্ছাসে পাখিদের কলোরবে
শিশির ভেজা ঘাসের পরশে শরীরের উষ্ণতা সব নিবে
আর ক্লান্তি নেই কোন বেদনা পাখির মতন নরম তুলতুলে
ভাল লাগল।
++++
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
এস এম শিবলী ওয়ার্সী বলেছেন: অবশ্যই..
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৫
এস এম শিবলী ওয়ার্সী বলেছেন: আসলে সবাই এমন....