![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চঞ্চলা বিরহিনী নিভৃত কোণে
স্বপ্নের পসরা সাজিয়ে ভাসায় ডানা
তুলির আঁচড় পড়ে পায়ে
চোখে নখে আর পুরু ঠোঁটে
তেলের ঘ্রাণে সাদা বুক
কেঁপে কেঁপে ওঠে
পরিত্রাণ চায় গহীন বেদনার
নীরবে নিয়ে যাবে এসে
কোন দূর দেশে
কল্পনার সব রং বুঝি
জেনে যাবে জানতে হবে!
তারপর ভ্রমে ভাবে
তীব্র মদিরার গন্ধে
ভাসে প্রিয় সুর বাইরে
এসেছে বাঁশিওয়ালা ?
ত্রস্ত পায়ে জানালায় পর্দার ফাঁকে
উঁকি মারে স্বপ্নালু চোখে
তন্দ্রা লুঠে গেলে
সুনীল আকাশ সবুজ পাতা
আর রোদ্দুর ঢাকা
মাটি ছুঁয়ে আবার
আশ্রয় খোঁজে মলিন বালিশে।।
©somewhere in net ltd.