নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভবঘুরে।

৪নিখিল

একজন ভবঘুরে।

৪নিখিল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৬

মরণ , কে তুই
নীলের মোহাবিষ্টতা ?
অথবা প্রতিধ্বণি
আমাদের গাঢ় বিষাদের
ফুটন্ত গোলাপের একট পাঁপড়ি
ঝরে গেলে যে বিচ্ছেদ বেদনা
এই তুই!

তুই বুঝি রাখালের বিরস সুর
রেখে দেয়া না উল্ঠানো বইয়ের পৃষ্ঠা
টেবিলে অলস পড়ে থাকা বাসি খাবার
পুড়ে যাওয়া মার্জিত সিগারেটের ছাই
নির্ঘুম অন্ধকারে সীমাহীন রাত্রির স্তবিরতা!

কালো মেঘ বুঝি তোর পছন্দ?
বল হাতে কিশোরের চঞ্চলতা
কিশোরীর রঙিন চুড়ির অভিমান
নতন বউয়ের লাজুক ঘোমটা টানা মুখ
যুবকের ক্ষয়ে যাওয়া ধুসর চোখ
মধ্য রাতের অন্তরঙ্গতা পুলকিত শ্বাস
সকালে বই গোছানোর তাড়াহুড়ো
মাঠের ফসলের হাসি কৃষকের মুগ্ধতা
কিছুই পছন্দ না বুঝি
তাই-
মনের আকাশ ঢেকে দিস কালো মেঘে!

একটা সীমারেখা দুটি কালের মাঝে
একটি হারিয়ে যাওয়া আর স্মৃতি আকড়ে
ধরে গোপন দীর্ঘশ্বাস বা যন্ত্রনার মাতম
বিলাপের ছন্দ সুরে তোর সুখ!

যাকে ভালবাসি সে আসে
ক্ষনে ক্ষনে গুনগুনিয়ে
আসে সে মনের কোনে
ভ্রম ভাঙলে বলি ,হায়!
তুইতো নিয়েছিস তারে

তুই এক অভিমানী কিশোরী
তোর দিকে দৃষ্টি দেই নাই বলে
দাবার গুটিগুলো উত্তেজনায় যখন
নিজ নিজ জায়গায় দাড়িয়ে
তুই হিঁচকে টানে উল্টিয়েই দিলি
উপস্থিতি জানান দেয়ার এমন নেশা তোর!
তবে জেনে রাখ মনোযোগী হব না
কাপুরুষ নই আমরা কাতর হব না ভয়ে
জানি তোকে এড়ানোর সাধ্য নেই
দাবার ছক উল্টাবিতো আবার সাজাব

তোকে ভালবেসেই আলিঙ্গন করি
তাই বলে ভাবিস না তোকে ভালবাসি
এ আমাদের মহত্ব আর
তুই এক বিভিষীকা মাত্র।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৫

প্রতিভাবান অলস বলেছেন: পুরোটা পড়লাম।
ধন্য আপনার লিখনি!

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৯

৪নিখিল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.