নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I believe in Magic

I believe in Magic

নিক নূরুল

I believe in Magic

নিক নূরুল › বিস্তারিত পোস্টঃ

ওষুধ খাইলে সাতদিন, না খাইলে এক সপ্তাহ।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

"তত্তাবধায়ক সরকার ছাড়া ইলেকশন মানিনা"।



তত্ত্বাবধায়ক বাবাজী তো মারা গেছেন! এইবার কি বলা যায়...যা...আ...আ...য়।



হুইছে... "হ্যাঁশীনার আন্ডারে নির্বাচন মানিনা"।



ইলেকশন যদি হয়েই যায়।



তাইতো...ঐ প্যান্ডেল বানাও, শামিয়ানা টাঙাও...”দেশের হক্কল মুছলমান মাইরা ধুসাইলাইতাছে ”।



রাজাকারের ফাঁসীর রায়।



‘উমা একি!!!ফাঁসীর দড়ি তো হেভি লম্বা! আমার ঘর পর্যন্ত দাওয়া করছে। কতা কমুনা, বুবার শত্রু নাই’।



শুটিং প্যাক-আপ। মেকাপমে......ন।



‘ছক্ষের নীচে বেশি করে পাউন্ডেষোণ লাগাও। হেভভী টেনশন। চূলগুলান গুল্ডেন কালার কইরা চেহারায় নূরানি ভাব আনো। নাটক দিয়া অহন আর শু হাউজফুল হবেনা, এইবার যাত্রা করুম, পাবলিক ক্যামনে খায়না। একটা গুলাপি পান লাগাও’।



তরিকি-আরাফাতি মাদারাছা ময়দানে শুরু হল দেশের ইতিহাসের বৃহত্তম যাত্রাপালা “হেফাজতে হাওয়া-a non-productive factory”.



আম্নেরা আমারে খমা কইরেন। আমার কলমের কালি শেষ। আর লিখতে পারতেছিনা...UNLIMITED. অহ...হ আরেকটা কথা, যাত্রাপালার জৌলুসে আম্নের শরীল যদি খারাপ করে, ডরাইয়েন না।



ভাইরাস জ্বর। ওষুধ খাইলে সাতদিন, না খাইলে এক সপ্তাহ।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

মামুন রশিদ বলেছেন: যুগপোযোগী স্যাটেয়ার ;)

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

নিক নূরুল বলেছেন: আল্লাহ্‌ আপনাকে হেফাজত করুন। নইলে আমার লেখার কমেন্ট বক্স যে শূন্য পড়ে থাকবে। ধন্যবাদ আবারো।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

সানড্যান্স বলেছেন: আমরাও আছি ভাই!

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০১

নিক নূরুল বলেছেন: থ্যাঙ্ক ইউ। মারাত্মক কারবার হইসে দেহি।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৬

আমিনুর রহমান বলেছেন:





ব্যাপক মচৎকার স্যাটেয়ার।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

নিক নূরুল বলেছেন: 'এক চাপ কা' হবে?

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮

গরম কফি বলেছেন: দারুন ...

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ 'গরম কফি' ভাই।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৬

বটের ফল বলেছেন: আমিনুর রহমান বলেছেন:





ব্যাপক মচৎকার স্যাটেয়ার।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

নিক নূরুল বলেছেন: এইরাম আছানক মন্তব্য মন ভাল করে দেয়। ধন্যবাদ।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

অর্থনীতিবিদ বলেছেন: রাজনীতি সম্পর্কিত আপনার চিন্তাধারাগুলো দেখে ভালো লাগলো।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ। আশা করি অর্থনীতি সম্পর্কে অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারব।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২

অস্পিসাস প্রেইস বলেছেন: নূরুল ভাই,


আপনাকে দিয়েই চলবে B-)


আপনার লেখাগুলো ভালো লাগল................



আপনার জেনারেল হবার অপেক্ষায় রইলাম ..............

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

নিক নূরুল বলেছেন: আপনি অসাধারন। আমি একেবারেই নতুন। আশা করি পাশে থাকবেন।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মজা পেলাম । হাহাহাহাহাহাহ!

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

অস্পিসাস প্রেইস বলেছেন: ব্লগার হিসেবে আমিও একেবারেই নতুন

তবু সবসময় সাথে আছি ব্রো

কিপ ইট আপ.................

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

নিক নূরুল বলেছেন: স্যরি আমি বুঝাতে চেয়েছি আমি রিডার, রাইটার দুই দিক দিয়েই নতুন। আবারো ধন্যবাদ ব্রো।

১১| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮

হাতীর ডিম বলেছেন: মজা লাগলো ;) ;)

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

পলক শাহরিয়ার বলেছেন: ব্লগে স্বাগতম!ও হ্যাঁ লিখেছেনও দারুণ।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

নিক নূরুল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: খাইলে সাতদিন, না খাইলে এক সপ্তাহ।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

নিক নূরুল বলেছেন: ভাইরাস জ্বর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.