![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সাবেক এবং বর্তমান জেনারেলদের অন্তহীন ক্ষমতা এবং বিলাসবহুল জীবনের কাহিনী শুনে শুনে মাথায় খুন চড়ে গিয়েছিল আমাকে যেকোনো মুল্যে সেনাবাহিনীর একজন "জেনারেল" হতে হবে। পত্রিকায় বিজ্ঞাপন দেখেই আবেদন করলাম এবং যথারীতি পরীক্ষা ও দিলাম। আইএসএসবি নামক অতিকঠিন প্রিক্রিয়া থেকে কে বাদ পড়ে যথারীতি 'জেনারেল' না হয়ে অসাধারণই রয়ে গেলাম। কিন্তু আমার মাথা থেকে "জেনারেল" হওয়ার ভুত তো আর ট্র্যান্সফার হয়না। মানুষ অসাধারন হওয়ার জন্য এতো এতো চেষ্টা করে আর আমার মাথায় কিনা চাপল 'সাধারণ' হওয়ার নন ট্র্যান্সফারেবল ভুত!!!
দ্বিতীয়বার পরীক্ষা দিলাম সামুতে। শুনেছি এখানে আরো কঠিন। আমার মাথার ভুত অবাক বিস্ময়ে হজম করল মাত্র ২০ দিনের মাথায় আমি 'জেনারেল" হয়ে গেলাম আজ সকালে সামুর এক ইমেইল বার্তার মাধ্যমে। সামু নিশ্চয়ই আমার মামা হবে! এ তো অসম্ভব!! নিজেকে স্যার অনন্ত জলিল মনে হচ্ছে!!!
দায়িত্ব অনেক বেড়ে গেল। এখন থেকে নিয়মিতই অসম্ভবকে সম্ভব করে যেতে হবে। আপাতত সামুর সকল ব্লগারের জন্য গ্রামীণ ফোনের 3G Package ফ্রি করে দিলাম।
ধন্যবাদ সামু মামা।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭
নিক নূরুল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
নিক নূরুল বলেছেন: ধন্যবাদ।।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
একজন আরমান বলেছেন:
অভিনন্দন ক্যাপ্টেন !
থুক্কু জেনারেল !!
হ্যাপি ব্লগিং
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮
নিক নূরুল বলেছেন: অভিনন্দন ধন্যবাদের সাথে গৃহীত হইল।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি ব্লগিং জেনারেল সাহেব। সুস্বাগতম।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭
নিক নূরুল বলেছেন: স্যালুট।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
আমি অপদার্থ বলেছেন: অভিনন্দন জেনারেল
সামু মামা নামে একজন ব্লগার আছেন আপনি ধন্যবাদ কারে দিলেন???
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯
নিক নূরুল বলেছেন: তাই নাকি!? তাইলে উনিই কামডা করছে।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬
আদনান শাহ্িরয়ার বলেছেন: শুভেচ্ছা । শুভকামনা । নতুন নতুন চমকে দেওয়া পোস্টে চমকে দেবেন আমাদের এই আশা করে থাকলাম ।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
নিক নূরুল বলেছেন: ভাই চমকে দেওয়া আমার কাজ না। তবু ও আপনার চমকে যাওয়ার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: জেনারেল মুবারক !
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
নিক নূরুল বলেছেন: মুবারাক অভি ভাই।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭
এম মশিউর বলেছেন: সবই কপাল! আপনি ২ সপ্তাহে জেনারেল হয়ে গেলেন, আর আমি ২ মাসে।
তয় শুভ কামনা।
ভালো ভালো পোস্ট দিয়ে আমাদের উপকৃত করবেন।।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
নিক নূরুল বলেছেন: সবই সামুর কারবার। ধন্যবাদ।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬
আমিনুর রহমান বলেছেন:
সাধারণ মোবারক মামু
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
নিক নূরুল বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
কালোপরী বলেছেন:
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪
নিক নূরুল বলেছেন: ধন্যবাদ।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৫
যাফর বলেছেন: ভালই ক্যাচাল পারেন দেখতেছি। আরও নতুন ক্যাচাল এর আশায় রইলাম।
অভিনন্দন।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫
নিক নূরুল বলেছেন: আশায় গুড়ে বালি হবেনা। ধন্যবাদ।
১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাপি ব্লগিং
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬
নিক নূরুল বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
নেক্সাস বলেছেন: হ্যাপি ব্লগিং
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
নিক নূরুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৪| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৭
হৃদয় রিয়াজ বলেছেন: হে হে হে ভালই দেখি মজা করতে পারেন। জেনারেল সাহেব আপনার প্রথম লেখা ভাল লাগল। চালিয়ে যান
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪
নিক নূরুল বলেছেন: ধন্যবাদ হৃদয় রিয়াজ ভাই।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫
মামুন রশিদ বলেছেন: জেনারেল নূরুল@

হ্যাপি ব্লগিং