নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোস্ট - \'শবনম\' এর সুপ্রিয় পাঠক এবং পাঠিকা\'দের সাথে বইমেলায় দেখা হওয়া প্রসঙ্গে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭





আমি ঢাকায় থাকি না। আর তাই প্রতিদিন বই মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভবও না!

বইমেলায় আমাকে দেখতে না পেয়ে অনেকেই 'শবনম' প্রকাশের পর থেকেই অনেকেই জানতে চাইছেন আমি 'শবনম' স্টলে কবে আসবো?

ইনশা আল্লাহ যদি আল্লাহ চান এবং আমি বেঁচে থাকি তাহলে এই শুক্রবার (০৭-০২-২০২০) সন্ধ্যার পর আমি একুশে বইমেলায় বেশ কিছুক্ষণ থাকবো। আমার প্রিয় কিছু লেখক এবং পাঠকের সাথে দেখা করবো।

আগ্রহী পাঠক'রা আমার সাথে সেইদিন ইচ্ছে করলে শবনমের স্টলের সামনে দেখা করতে পারবেন।

বইয়ের নাম: শবনম
বইয়ের ধরনঃ উপন্যাস
প্রচ্ছদ পরিকল্পনাঃ মোজাদ্দেদ আল ফেসানী জাদিদ
শবনমের ছবিঃ শায়মা হক
প্রকাশনী: একরঙ্গা একঘুড়ি
বইমেলা ২০২০ স্টল নং: ৫৮৭


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২০

মন্তব্য ৩৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ, আপনার শবনমের বহুল প্রচার কামনা করছি

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

নীল আকাশ বলেছেন: নূরু ভাই, কৃতজ্ঞতা রইলো।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ৭ তারিখ আমি নোয়াখালি থাকবো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৩

নীল আকাশ বলেছেন: অসুবিধা নেই। নিশ্চয় কোন একদিন দেখা হয়ে যাবে প্রিয় ভাইটার সাথে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০২

ইসিয়াক বলেছেন: শুভকামনা ও শুভেচ্ছা রইলো ভাইয়া।
ভালো থাকুন সবসময়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৩

নীল আকাশ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইলো।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৬

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ, শুক্রবার ছাড়া অন্যদিন হলে অফিস থেকে ফেরার পথে দেখা করে আসতাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

নীল আকাশ বলেছেন: শনিবার হয়তো থাকতেও পারি। বলতে পারছি এখন।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৬

শের শায়রী বলেছেন: দেখা হবেই ইনশাল্লাহ সেটা হয়ত এই শুক্রবার বা অন্য কোন দিন। চেষ্টা থাকবে এই শুক্রবার।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৯

নীল আকাশ বলেছেন: ভাল থাকবেন প্রিয় ভাই।
ব্যক্তিগত কিছু ব্যস্ততার জন্য ব্লগে এখন সময় দিতে পারছিনা।
আপনার অনেকগুলো ভালো পোস্ট না পড়া থেকে যাচ্ছে।
শুভ রাত্রী।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৬

নীল আকাশ বলেছেন: এই বই প্রকাশ করার পর সবচেয়ে সেরা ঘটনা হলো গতকাল'কে আপ্নার সাথে দেখা, আড্ডা এবং অসাধারণ কিছু সময় কাটানো। হৃদয় নিংরানো কৃতজ্ঞতা রইলো। বই কেমন লাগলো পড়ার পর যদি হাতে সামান্য কিছু সময় থাকে তাহলে একটা ছোট করে রিভিউ দিয়েন ব্লগে।
শুভ কামনা রইলো।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৯

ঢাবিয়ান বলেছেন: যেই একখান ফটু দিসেন পুরাই বলিউড নায়ক। =p~ শবনম স্টলে কবে দেখা দিবেন তা জানার জন্য পাঠকের আর তর সইছে না। =p~ । পাঠকের ভীর থেকে উদ্ধার করার জন্য কয়েকজন জাদরেল ব্লগার সাথে নিয়েন =p~ আরো ভাল হয় ভাবীকে সাথে নিলে =p~

যাই হোক ''শবনম'' এর সাফল্য কামনা করছি। শুভকামনা রইল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৩

নীল আকাশ বলেছেন: আপ্নার কথা মতো কী কী কাজ করা যায় ভাবছি!
ছবি নিয়ে যা বললেন তাতে ভাবছি বই প্রকাশে ভালো কিছু না হলে এফ ডি সি টেরাই মারা যাবে। সেখানে কেউ জিজ্ঞেস করলে আপনার নাম রেফারেন্স হিসেবে বলে দেবো।
এত সুন্দর একটা আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় ভাই।
শুভ রাত্রী এবং শুভ কামনা রইলো

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১

নেওয়াজ আলি বলেছেন:

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৪

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১০

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই ,
ইনশা আল্লাহ যদি সম্ভব হয় অবশ্যই দেখা হবে। আর আরেকটি কথা বইটা কি রকমারিতেও পাওয়া যাবে ? বইটি পাঠকপ্রিয়তা ও সাফল্য অর্জন করুক এই দোয়া করি ।
খুব আশায় আছি কখন যে বইটি কিনবো পাবো এবং পড়বো।
ভাল থাকুন ভাই অনেক শুভকামনা রইলো ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০১

নীল আকাশ বলেছেন: রকমারীর ব্যাপারে আমি এখনও কিছু জানি না। আমি কালকে যেয়ে ঠিক এই ব্যাপারে ভালোমতো খোঁজ নেবো। আমার কাছে আরো কয়েকজন এটা জানতে চেয়েছে। আমি জেনে এখানেই আপনার প্রতি মন্তব্যে এবং এই পোস্টে দিয়ে দেবো।
শুভ রাত্রী।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৭

নীল আকাশ বলেছেন: কালকে রকমারীতে এক রঙ্গা এক ঘুড়ির ব্যানারে শবনম'কে দিয়ে দেবে প্রকাশক। আপনার জন্যই আজকে এটার খোজ নিতে গিয়েছিলাম।
শুভ রাত্রী।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৭

মা.হাসান বলেছেন: বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অপেক্ষা করে আপনার দেখা না পেয়ে বুঝলাম আপনি আর বেঁচে নাই। মাননীয় মডারেটর কে অনুরোধ জানাচ্ছি একখানা কালো ব্যানার টাঙিয়ে দেওয়ার জন্য। দু কপি শবনম নিয়ে এসেছি। আপনি যদি বেঁচে নাও থাকেন, আপনার সৃষ্টি বেঁচে থাকবে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৪

নীল আকাশ বলেছেন: ভাইরে, আমার কপাল আসলেই খারাপ। আমার আজকে শ্বাশুড়ির মৃত্যু উপলক্ষে বাদ আসর দোয়ার অনুষ্ঠান হয়েছে। সেটাতে থাকার পর মাগরীবের নামায পড়ে রওনা দিয়েছি দনিয়া থেকে। পৌছেছি ৮টার সময়। শের শায়রী ভাই আর নীলদার সাথে সেখানে রাত ৯টা পর্যন্ত ছিলাম। আরও অনেকের সাথেই দেখা হয়েছে। ইস, আমাকে একটা কষ্ট করে ফোন দিতেন যদি?
আপনার জন্য আমি নিজের হাতে শবনম দিতে চেয়েছিলাম। বইটার ভিতরে আপনার নাম কত কৃতজ্ঞতা চিত্তে লিখেছি দেখেছেন?
আমার কপাল আসলেই খারাপ। না হলে আপনার সাথে দেখা হলো না কেন?

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সফলতা কামনা করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: এতবড় একজন লেখকের এই কথা আমার জন্য পাথেয় হয়ে থাকবে।
নিরন্তর কৃতজ্ঞতা রইলো।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: চৌদ্দ পনেরো পাতায় আছি। আজ রাতে দেখি কতটা শেষ করতে পারি। শেষ করে চূড়ান্ত অনুভূতি জানাবো।
অনেক শুভেচ্ছা রইল আপনার নতুন সৃষ্টির জন্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৫

নীল আকাশ বলেছেন: বই পেলেন কোথায়? কী আজব? আমি আপনার জন্য পিডিএফ বানাচ্ছি।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার জন্য শুভকামনা।বইটি পাঠকপ্রিয়তা অর্জন করবে এই আশা করি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫১

নীল আকাশ বলেছেন: সুপ্রিয় জাহিদুল ভাই,
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: সাত তো শেষ , এরপর কবে ?
শুভ কামনা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩

নীল আকাশ বলেছেন: আপু, আমি বুঝি না কোনটা বলেছেন? সাত মানে কী?

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: বলেছি ০৭-০২-২০২০ এই তারিখ তো চলে গেছে, পরবর্তী কত তারিখে মেলায় থাকছ ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

নীল আকাশ বলেছেন: ২১ তারিখ কনফার্ম আসছি বইমেলায়। ইতিমধ্যেই ট্রেনের টিকিট কেটে ফেলেছি। বিকালবেলা থেকেই থাকবো। ২২ তারিখেও থাকবো।
ধন্যবাদ।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:০৯

আকতার আর হোসাইন বলেছেন: অভিনন্দন ও শুভকামনা...

আপনার বই ব্যপক পাঠকপ্রিয়তা পাক সেই কামনা করি।

আপনার বই ব্যপক পাঠকপ্রিয়তা পাক সেই কামনা করি।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১

ফারহানা শারমিন বলেছেন: অনেক শুভেচ্ছা রইল। চট্টগ্রামে কিভাবে পাওয়া যাবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০০

নীল আকাশ বলেছেন: প্রথমেই ধন্যবাদ শবনমের জন্য আগ্রহ প্রকাশ করায়।
আমার প্রকাশনি এক রঙ্গা এক ঘুড়ির কোন শাখা চট্টগ্রামে নেই। সেই ক্ষেত্রে রাসাত ২টা
১। অনলাইন বুক শপ রকমারীতে। ঠিকানা দিলাম নীচে।
https://www.rokomari.com/book/197143/shobnom
২। আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমি চট্গ্রামেই থাকি। সামুর গ্রুপেই আমাকে পাবেন ফেসবুকে। সরাসরি যোগাযোগ করলে আপনার পরিচিত কোথায় পাঠিয়ে দেয়া যাবে।
ধন্যবাদ আপনাকে।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০০

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ ,




একদিনই বইমেলায় গিয়েছিলুম, ভালোবাসার দিনটিতে।
ভেবেছিলুম আপনার সাথে দেখা হলেও হতে পারে। হয়নি। তবুও ভালোবেসে আপনার " শবনম'কে আপনার কাছ থেকেই ছিনিয়ে এনেছি। এখন সে আমার ঘরে.....................

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: গুরুজী,
আমি ঢাকায় থাকি না সেটা নিশ্চয় আপনি জানেন! চট্টগ্রাম থেকে প্রতি সপ্তাহে এসে ঢাকার বইমেলায় থাকা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি এইমাসে ৬,৭,২১,২২ বইমেলায় ছিলাম। এবারও আমার গুরুজীর সাথে দেখা হলো না। ঐদিনের স্টলের তোলা ছবিতেও আমি আপনাকে পেলাম না। সম্ভবত ছবিও তোলেন নি আপনি।
'শবনম' যেহেতু আপনার হাতে, সেখানে ৭ নাম্বার পাতায় (কিছু কথা) আপনার নাম নিশ্চয়ই দেখেছে। আপনার কাছে আমার ব্লগে লেখা শেখার জন্য কৃতজ্ঞতার কোন শেষ নেই। আপনি আমার কাছে অনেক শ্রদ্ধার গুরুজন। ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোট করবো না।
ভালো থাকবেন, সবসময়।
শুভ কামনা রইলো।

১৮| ০২ রা মার্চ, ২০২০ রাত ১১:২৬

আমি তুমি আমরা বলেছেন: শবনমের বহুল প্রচার কামনা করি। রকমারীতে খোঁজ নিতে হবে।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ৮:১৯

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। রকমারীতে আমার বইয়ের ঠিকানা নীচে দিয়ে দিলাম-
https://www.rokomari.com/book/197143/shobnom
শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.