নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

গ্যালারী থেকে

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫১



ভালো খেলার মাধ্যমে এই অপমানের প্রতিশোধ নিতে চাই।

অযাচিত অাচরন ...





তবে দর্শকদের অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, কেও যেন গ্যালারী থেকে দিষ্টার্ব বা অাইন ভঙ্গের মতো কাজ না করেন। এতে বাংলাদেশ ক্রিকেট ক্ষতির সম্মুখীন হবে।


এক্ষেত্রে যেটি করা যেতে পারে। মাঠে প্রচুর দর্শক উপস্থিত হয়ে বাংলাদেশ দলকে উৎসাহ প্রদান। তাহলে ওরা বুঝবে বাঙালিরা কতটা ক্রিকেট ভালোবাসে।

তবে সর্বাবস্থায় দর্শককে শান্ত থেকে প্লেয়ারদের উৎসাহ দেওয়ার চেষ্টা করতে হবে।

অনেক অ নে ক শুভকামনা তোমাদের প্রতি ...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১২

রক্তিম দিগন্ত বলেছেন:
মাঠে খেলোয়ারদের মাঝে বিরোধ সবসময়ই হয়। ক্রিকেট মাঠে এরচেয়ে কলঙ্কিত ঘটনাও আছে। কালকেরটা জাস্ট বাক-বিতণ্ডাই মাত্র। নাক উঁচু ইংরেজরা এটাকে বড় করবেই স্বাভাবিক। সেটার জবাব মাঠে, খেলার মাধ্যমেই হবে। খেলোয়াররাই দিবে। এখানে গ্যালারী থেকে দর্শকদের নাক গলানোটা বাড়াবাড়ি হয়ে যাবে। ব্যাপারটায় যেন দর্শকরা না জড়ায়, সেই আশাই থাকবে।

নাক উঁচু ইংরেজদের এদেশে পড়ে থাকা জন্মগত চাকররা এই নিয়ে আমাদের খেলোয়ারদেরকে গালি দিচ্ছে - সুশীলতা ফলাচ্ছে। এটা একেবারেই মানা যায় না। তারা এত নীতিবান অন্যের দোষ খোঁজায়, কিন্তু নিজেদেরই কোন নীতি নাই।

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সহমত।


মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫

শেখ জামাল ১২ বলেছেন: সহমত

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.