নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

শীতের বুড়ি কুয়াশার সাদা চাদর গায়ে গ্রাম বাংলাই অাসছে ছোট ছোট পায়ে

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০০








গতকাল সন্ধায় বাইকে থাকাই বোঝাগেলো শীতের অাগমনি বার্তা। অাজ সকালে ঘুম ভাংতেই বুঝিয়ে দিলো কঠিনভাবে। একে বারে...

যা হোক শীত মানেই মনে পড়ে যায় সেই কথা। গরম খেজুর গুড় খাওয়া। খেজুর রস খাাওয়া। অাহ...কি মজা !!!

যা হোক লিখতে লিখতে শীতে পুরাই ঠ্ন্ডা হয়ে গেছিগা।

অাসলে শীত মানেই গ্রাম বাংলাই এক অন্যরকম অানন্দ। গ্রামে না থাকলে এটা অাসলে লিখে বঝানো যায় না।

অার কিছু লিখলাম না। শীত... অাপনারা অাবার পড়তে গিয়ে জমে যেয়েননা :-B :-B

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



নীচের ছবিতে আপনি ও আপনার বউ?

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

বৌয়ের কথা পড়ে লজ্জায় একেবারে কুটি কুটি হয়ে গেলাম। #চাঁদগাজী ভাই

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: শীতকে আমি ভালোবাসি, ওকে আসতে দিন

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভাইয়া একটু জানার ছিলোঃ

মাঝে মাঝেই একটা সমস্যা হচ্ছে-
★লাইক দিতে গিয়ে ক্রস বা অন্য কোথাও চাপ লেগেরযায়।
★ কমেন্ট করার পর এডিটের কোন অপশোন থাকেনা।

এর কি কোন সমাধান অাছে???

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
শীত অাসলেই একটা মজার ঋতু।

ধন্যবাদ ভাইয়া

৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আমার জানা মতে নিজের পোষ্ট ছাড়া অন্য কোন পোষ্টে মন্তব্য করার পর আর কিছুই করার থাকে না, ধন্যবাদ

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শীতে আমার বড় সমস্যা হয়!

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শীতেরও একটি মজা অাছে। হৃদয় দিয়ে অনুভব করলে
শীতকে ভালোবেসে ফেলতেন অাপনিও।

কত মমতাই ভালোবাসা দিয়ে চাদরগুলো অাদর করে জড়ায়ে রাখে। এটা তো শীতেই সম্ভব

৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কমেন্ট মডারেশনে গিয়ে ডিলিট হওয়া মন্তব্য রিগেইন করতে পারবেন।

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা ঠিক জানা নাই। তবে অাপনার সমস্যা এখানে জানান বলে পেজের প্রথমে একটা অপশান অাছে - ওখানে জানাতে পারেন।

৭| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অরুনি মায়া অনু বলেছেন: ইশ কতদিন কাঁচা খেজুরের রস খাইনা। নাহ শীত ভয় পাইনা। শীত আমার প্রিয় ঋতু।

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামাদের গাঁয়ে খেজুর রস খাওয়ার দাওয়াত রইলো, অগ্রিম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.