নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

লালনের শহর ঝিনাইদহ

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৯




বাউল সাধক লালন শাহের জন্ম ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার হরিশপুর গ্রামে। সড়ক পথে ঝিনাইদহ থেকে ২৭ কিলোমিটার উত্তর পশ্চিমে। জন্ম গ্রহণের সালটি ছিল ১৭৭২ খ্রিষ্টাব্দ ১৪অক্টোবর (বাংলা ১১৭৯ ১কার্তিক)। পিতাঃ দরিবুল্লাহ দেওয়ান মাতাঃ অামিনা খাতুন।শৈশবে মাতা-পিতাকে হারান।

কিছুদিন পর হরিণাকুন্ডু থানার কুলবাড়িয়া গ্রামের সিরাজ সাই লালনশাহকে পালক পুত্র হিসেবে গ্রহন করার প্রস্তাব করেন লালনশাহ তাতে সম্মতি দেন।সিরাজ সাই নিঃসন্তান ছিলেন। সিরাজ শাহ বাউল মতাদর্শের ছিলেন।লালনশাহ ছিলেন প্রখর মেধার শক্তির অধিকারি। সিরাজ সাইয়ের নিকট থেকে দিক্ষা লাভ করেন এবং বাউল মতে বুৎপত্তি অর্জন করেন। সিরাজ সাইয়ের মৃত্যুর পর লালন শাহ গৃহ ত্যাগ করেন। লালন শাহের গানে যে অারশিনগরের কথা উল্লেখ অাছে তা হরিশপুরের পাশেই অবস্থিত।

লালনশাহ তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাই শিক্ষিত ছিলেন না। তবে তিনি হিন্দু ও মুসলিম ধর্ম শিক্ষা লাভ করেন।

রবিন্দ্রনাথ ঠাকুরই প্রথম শিক্ষিত বাঙালির জ্ঞানি সমাজের কাছে লালনকে পরিচিত করেন। রবিন্দ্রনাথের অনেক গানে লালনের প্রভাব লক্ষ করা যায়।

মৃত্যু ১৮৯০ সালের ১৭ অক্টোবর (বাংলা ১২৯৭ সালের ১কার্তিক)।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

ঢাকাবাসী বলেছেন: একজন মহাপুরুষ ছিলেন লালন।

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক দিন পরে সাক্ষাত হলো ভাইয়া অাপনার সাথে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: লালন গীতির আমি বড় ভক্ত

০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন:

ধন্যবাদ শুভেচ্ছা জানবেন

৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

অবনি মণি বলেছেন: লালনের শহরে যাবার অনেক ইচ্ছা আছে!!

০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

শুভেচ্ছা জানবেন।

কিছু দিন অাগে অর্থ্যাৎ ২০১৪ সালে লালনের জন্মস্থান ও বসত ভিটা সংস্কারেের জন্য বিদেশি একটি অনুদান অাসে তা দিয়ে হরিশপুরে কিছু সংস্কার কাজ করা হয়েছে।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লালন ছিলেন নিজ সত্তার একজন প্রকৃত প্রেমিক

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.