নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

অামাদের অাগামী প্রজন্ম

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:০০



অামাদের নতুন প্রজন্মকে নিয়ে কিছু কথা লেখার প্রয়োজন অনুভব করছি। অামার সাথে অনেকের মতের মিল নাও থাকতে পারে।

রাস্তা ঘাটে যা দেখি তাতে দেখে অনেক খারাপ লাগে। এখানে নতুন দের কোন দোষ নেই। অামাদের অবিভাবকদের ভুলের কারণেই অামাদের নতুন প্রহন্ম অাজ খারাপের দিকে এগোচ্ছে।

এছাড়াও বেশ কিছু কারণ অামার চোখে পড়েঃ
★ সন্তানে হাতে দামি গাড়ি তুলে দেওয়া। (একটা কলেজ পড়ুয়া ছেলের হাতে একটা দামি বাইকের কি প্রয়োজন অাছে??? ঐ ছেলেকে পাওয়া যায় বান্ধবীকে পিক করার কাজে। বিভিন্ন মাদক, সন্ত্রাসী, ইভটেজিং ইত্যাদি কাজে এসব ছেলেরা অগ্রণী ভূমিকা পালন করছে।)
★ দামি ফোন। (একটা ছেলে বা মেয়ে একটা কম্পিউটারের জন্য বাবা মাকে বলুক। তা নয় তাদের একটা সেট দরকার। ১৮ বছর পূর্ণ হওয়ার অাগেই ছেলে মেয়েরা দামি ফোন ব্যবহার করছে। যা ছেলে মেয়েদের জন্য বড় একটা সমস্যা। যার ফলে ছেলে মেয়েরা জড়ায়ে পড়ছে বিভিন্ন অসামাজিক কাজে। অামার প্রশ্ন একটা স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ের এতো কি প্রয়োজন ফোনের? যা বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে।
★ অপরিমিত অর্থ। (একটা ছাত্রের কত টাকা প্রয়োজন? অথচ অামরা অামাদের সন্তানকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিচ্ছি। ফলে অামাদের তরুনেরা এই টাকা বিভিন্ন অকাজে খরচ করছে।
★ দেশের বিভিন্ন স্থানে হোটেল এবং পার্কের ব্যানারে চলছে অবৈধ সম্পর্কের সুযোগ সৃষ্টির উপযুক্ত স্থান।
★ পার্কের অাধিক্য। দেশের অলিতে গলিতে পার্ক। (অাপনারাকি জানেন এখানে কি হয়। অার কি হচ্ছে। সামান্য টাকা অায়ের জন্য অামাদের যুব সমাজকে ধাবংস করার ব্যবস্থা করা হচ্ছে।
★অামরা অামাদের নিজেস্ব সাংস্কৃতি ভুলে পাশ্চত্যের সাংস্কৃতির অধিক অনুকরণ শুরু করেছি।

অামারা অামাদের নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত না করতে পারলে এ জাতির উন্নয়ন সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার।

ভিডিও ২ টা দেখে মনে দাগ কেটেছে তাই শেয়ার করলাম।


মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


এটা দেশ, সমাজের বিশাল বিশৃংখলার অংশ

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: এখন যেসব বাবা মাদের টাকা , তারা তাদের সন্তানদের ট্যাব কিনে দেয়। বাচ্চা গুলো সারাক্ষন টয়াব নিয়ে পরে থাকে। খাওয়ার সময়ও তাদের হাতে টয়াব থাকে।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

প্রযুক্তির অপব্যবহার বেশি হচ্ছে। বিশেষ করে টিন এজাররা এটা বেশি করছে।

বাবা মা কে অবশ্যই এর দায় নিতে হবে। কারণ বাবা মা সে ভাবে খোজ খবর রাখে না।।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: আগামী প্রজন্মের জন্য সুচিন্তিত মতামত।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর গ্রহণযোগ্য কয়েকটি যুক্তিসংগত পরামর্শ তুলে ধরেছেন।
ভালো হতো এগুলো ঠেকাতে পারলে।

ভালো লাগলো পোষ্ট, সুন্দর চিন্তাভাবনা করেছেন, আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ সবারই কাম্য। এখন সে বিষয়ে চেষ্টাশীল হওয়াটাই সকলের দায়িত্ব মনে করতে পারলেই ভালো।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

সকলের সচেতনতা জরুরী। নয়লে ক্ষতিপূরণ দেওয়া লাগবে জাতিকে।


পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

কালীদাস বলেছেন: লাস্টের তিনটা পয়েন্ট ভুল। স্পেশালি পার্কের পয়েন্টটা একেবারেই লেইম। সুযোগ পেলে শক্ত পাহাড়া না থাকলে সেটার অপব্যবহার করবে বলে শহরে পার্ক থাকবে না? অদ্ভুত লজিক। হোটেলে কুকাজ হয় বলে হোটেল থাকবে না? তাহলে লোকজন কোন শহরে গেলে কোথায় থাকবে? স্টেশনে?

এবং আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাই উল্লেখ করেননি। সেটা হচ্ছে নৈতিকতার অধঃপতন। যেটার অন্যতম প্রধাণ কারণ হচ্ছে স্কুলে এবং বাসায় শাসন সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যাওয়া গত দশ বছরে। উল্লেখ করা সব কয়টা পয়েন্ট হচ্ছে ইন্টারমেডিয়েট স্টেট নস্টামিতে কনভার্জ করার, পারিবারিক শাসন থাকলে এরা জানত কার সাথে কিভাবে কথা বলা উচিত, কোনটা করা উচিত আড় কোনটা করা সমাজের চোখে ঘিন্ন।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনি ভিডিও ২টা দেখলে অনেক কিছুই পরিস্কার হয়ে যাবে।

পার্ক একটা শহরের জন্য গুরুত্ত্বপূর্ণ তবে অস্লিল পার্ক কতটুকু উপকারি???

অামাদের স্কুল পড়ুয়া মেয়ে ছেলেরা নষ্ট হয়ে গেলো। এবং বিপদজনক পর্যায়ে পৌছে গেছে।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।
কালিদাস অপনি সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

অামি হোটেল বন্ধ করার কথা বলছিনা।
অামি বলছি ঐ সব হোটেলের কথা যারা অনৈতিকতার সুযোগ দেওয়ার উদ্দ্যেশে পরিচালিত। এবং সেই অসদুপায় থেকে বড় অংকের অায় করে থাকে।

অাপনি লক্ষ্য করলে দেখবেন, ছোট্ট একটা ঘরের মধ্যে রেস্টুরেন্ট তৈরী করেছে। গ্লাস ঘেরা। তার মধ্যে নির্জনে বসার যথেষ্ট সুযোগ অাছে। অারো...

৬| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,




প্রজন্ম নিয়ে চিন্তা আপনার সচেতনতাকে তুলে ধরেছে ঠিকই কিন্তু এই প্রজন্মের অধঃপতনে যাওয়ার কারনগুলো ঠিক হয় নি । একটি কারনই যথেষ্ঠ, ব্লগার কালীদাস যেমন বলেছেন ----- স্কুলে এবং বাসায় শাসন সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যাওয়া এবং পারিবারিক শাসনের সম্পূর্ণ অনুপস্থিতি ।
একমাত্র ব্যক্তি মানুষের, প্রতিটি পরিবারের নৈতিকতার উন্নয়নই পারে প্রজন্মের অধঃপতন ঠেকাতে ।
যদিও তা কোনওদিন হবার নয় ।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: স্কুলে এবং বাসায় শাসন সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যাওয়া এবং পারিবারিক শাসনের সম্পূর্ণ অনুপস্থিতি ।

সহমত।


অাসলে তাড়াহুড়া করে লিখেছিতো।

ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৭| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পোলা/মাইয়া যার সিদ্ধান্ত তার। দেহ যার সিদ্ধান্ত তার। এখানে আমার আপনার নাক গলানো ঠিক না। আপনার লেখার দরকার লিখছেন, ব্যস।।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: B-) :-B =p~

তাহলেতো বিশৃংখলা হবেই সমাজে।

৮| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতই ধর্ম থেকে দূরে যাবে, ততই অধঃপতন বাড়বে...

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

সবাই ড্যাম কেয়ার করে চলছে।

যার ফলাফল ঐশির মতো অারো অনেকে ইত্যাদি ইত্যাদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.