নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
বাংলাদেশ ড. ইউনুসকে মূল্যায়ন করতে জানলনা। আপনি যদি অন্যকে সম্মান করেন তবে আপনিও সম্মান পাবেন।
আপনি যা শিখিয়ে দিবেন তাই পাবেন। আপনি যদি ছোটদেরকে আদর করেন, ভালোবাসেন দেখবেন এরা বড় হয়ে আপনাকে সম্মান করছে। আবার আপনি যা করবেন আপনার পাশের জন তা থেকে শিক্ষা নিবে। আপনাকে সেই ব্যবহার এক সময় ফিরিয়ে দেবে। ড. মাহতির মহাম্মদ তখন ক্ষমতায় ছিলেন। আজ থেকে ১৪/১৫আগের কথা একটা মিথ্যা মামলায় ড.আনোয়ার ইব্রাহিম জেল খেটে মাত্রই বের হয়েছেন। তখন তাকে ড.মাহথির মাহমুদ সম্পর্কে প্রশ্ন করলে তিনি তাকে বলেন ড. মাহাথির মোহাম্মদ আমাদের প্রধানমন্ত্রী। তাকে সম্মান পোষণ করি। তার সুস্বাস্থ্য কামনা করি। আমার সাথে যেটা করা হয়েছে সেটা হয়তো তিনি না জেনে করেছেন। তার ঠিক ১০ বছর পরে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম এক সাথে জোট করে আবার সরকার গঠন করে, দেশের বৃহত্তর স্বার্থে। নেই কোন আভিযোগ বা কাদাছোড়া ছুড়ি।
পারস্পরিক শ্রদ্ধাবোধ আমাদের দেশে একে বারেই নেই। যা আমাদের জন্য জাতি হিসেবে লজ্জা জনক।
ড. ইউনুসকে মামলা দিয়ে কি লাভ হলো বুঝে আসে না। বরং সামগ্রিক ভাবে বাংলাদেশকেই ছোট করা হলো।
সবকথার শেষ কথা সম্মান দিলে সম্মান পাবেন আর অপমান করলে তা বহুগুণে সুদে আসলে ফেরত আসবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
এসম্পর্কে আমার সঠিক তথ্য জানা নাই। হতে পারে হয়তো। নয়তো সরকার এমন করবেন কেনো।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১২
নূর আলম হিরণ বলেছেন: ডঃ ইউনুস নিজের ইমেজ ব্যবহার করে নিজ দেশের জন্য অনেক কিছু করার সুযোগ থাকলেও কিছুই করছেন না। তাই তাকে সরকার অপদস্থ করলে মানুষ সেটা নিয়ে তেমন ভ্রূক্ষেপ করছে না।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ দাদু
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৩৯
কবিতা ক্থ্য বলেছেন: যে দেশে গুনীর কদর নাই, সেই দেশে গুনী জন্ময় না।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রবাদে পড়েছিলাম।
তবে বাংলাদেশের জন্য কথাটি প্রযোজ্য নাও হতে পারে। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ।
পাঠও মন্তব্যের জন্য ধন্যবাদ বড়ভাই
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:২০
কবিতা ক্থ্য বলেছেন: ড. ইউনুস সম্পর্কে কিছু বলার নেই - উনি অনেক উচু মাপের মানুষ।
আমার যোগ্যতা তার থেকে অনেক অনেক কম। উনি আর যা ই করুন চুরি বা খুন করেন নি।
আর নবেল কমিটি অন্তত অযোগ্য লোকদের নির্বাচিত করে না।
ড. ইউনুস এর ব্যপারে অনেকের অ্যলার্জির মতো হয়। তাদের মন্তব্য না করে চিকিৎসকের সরনাপন্ন হওয়ার অনুরোধ করছি।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৯
বিটপি বলেছেন: নবেল কমিটি অবশ্যই অযোগ্য লোকদের নির্বাচিত করে। নইলে কেবল মাথায় গুলি খেয়ে কেউ নোবেল লরিয়েট হয়ে যেতনা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী শিমন পেরেজ কোন বিশেষ অবদানের জন্য নোবেল পেয়েছেন?
তবে এটা ঠিক, এরশাদ অনেক দুঃখ নিয়ে মরেছেন তাকে প্রেসিডেন্ট না করায়। তেমনি অনেক চাটার দলও দুঃখ পায় মাননীয় প্রধানমন্ত্রী নোবেল না পাওয়ায়। তাদের দুঃখ আরো বাড়িয়ে দেয় ডঃ ইউনুসের নোবেল জয়।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: এখানে যোগ্য অযোগ্য আমার মূল আলোচ্য বিষয় নয়।
যাহোক মন্তব্যের ২য় খন্ডের সাথে একমত
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৪
নতুন বলেছেন: উনি এমন সন্ত্রাসী না যে তার নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করতে হবে।
নিজেদের গায়ে কাদা ছুড়াছুড়ি করে বিশ্বে বদনাম তৌরির কোন মানে হয় না।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাতি লজ্জিত।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: জাতীর শুভবুদ্ধির উদয় হোক।
শুভেচ্ছা নিরন্তর
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১২
জ্যাকেল বলেছেন: বুঝিনা এি দেশ কারা চালাইতেছে। গরু না হৈলে কি এমন করে?
২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: কিচ্ছু বলার নেই। শুধু বসে বসে দেখি...
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪২
কামাল১৮ বলেছেন: সুযোগ পেলেই এই লোক সড়যন্ত্র করে।