|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সামিউল ইসলাম বাবু
সামিউল ইসলাম বাবু
	যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
 
 
আনেক সুন্দরী মেয়ে পারিবারিক জীবনে সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হিসেবে বলা যেতে পারে ,এদের জীবনে হয়তো অনেকেই আসে আবার যায়। তাই ভিন্ন স্বাদের কারণে আরো ভালো কিছু খোজ করে। তাদের কাছে ভালোর নির্দিষ্ট প্যারামিটার নেই, যাদিয়ে সে প্রত্যাশিত সুখ মাপবে।যার কারণে কাউকেই এরা ঠিকভাবে মূল্যায়ন করতে পারে না।এরা ভাবে এর চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে। 
কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভীড় করলেও জোনাকি পোকা ভীড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে। একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়। যেন কোথাও পালাতে না পারে... 
আপেক্ষিক কথা। 
আপনি একমত নাও হতে পারেন...
আমি অনেক গুলো ঘটনার বাস্তব স্বাক্ষী...
(ফ্যাক্টঃ বিবাহ বিচ্ছেদ)
রিলেটেড পোস্ট। সময় থাকলে ঘুরে আসতে পারেন।বিবাহ বিচ্ছেদ
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৬ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:৪৩
১৬ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: চেষ্টা করলেই বুঝবেন আশা করি। পারিবারিক সমস্যা, বিবাহবিচ্ছেদ ইত্যাদি নিয়ে সংক্ষেপে লিখা...
২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০২১  রাত ১২:১৩
১৬ ই সেপ্টেম্বর, ২০২১  রাত ১২:১৩
বিলিয়ার রহমান বলেছেন: যা বোঝাতে চেয়েছেন মনে হচ্ছে বুঝতে পেরেছি। তবে এটাকে ব্লগপোস্ট হিসেবে উপস্থাপন না করলেই ভালো হতো। এখানে যারা আছেন (সুন্দরীগন) তারা নিজেদেরকে সুন্দরী ভাবার থেকে লেখিকা ভাবতেই বেশি পছন্দ করেবেন।
সো আপনি যাদেরকে মেসেজ দিতে চাইছেন মেসেজটা তাদের কাছে পৌঁছাল না আর কি।
আই এম কিডিং মেয়াবাই
  ১৬ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:৪৬
১৬ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা...
কেও কিছু  মনে করলে ও করার কিছু নেই। বাস্তব সত্য।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১  রাত ১০:৫৭
১৫ ই সেপ্টেম্বর, ২০২১  রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: কিছুই বুঝতে পারলাম না। আর একটু পরিস্কার করে কি বলা যায়?