নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

করোনা নিয়ে এতো আয়োজন শুধুই কি আনুষ্ঠানিকতা???

১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৯


পরনে শুধু প্যান্ট। শার্ট খুলে রেখেছেন।

ঘটনাটি ঝিনাইদহ জেলার কালিগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

এভাবে খালি গায়ে নাকে একটি ওয়ান টাইম মাস্ক পরে থাকলেই কি উনি করোনা মুক্ত থাকবেন শহিদুল ইসলাম। অথচ এম.বি.বি.এস ডক্তার গণ ৩ ফিট দূর থেকে রোগীদের পরামর্শ প্রদান করেন এবং ব্লাড প্রেশার ও তাপমাত্রা পরিক্ষা ছাড়াই অসংখ্য চিকিৎসা প্রদান করা হয় বহিঃবিভাগে।

সেখানে এই ভদ্রলোক কিভাবে শার্ট খুলে নারীদের করোনা টিকা দিচ্ছে???
হায়রে আমাদের স্বাস্থ্য খাত!!!

আবার একটু ফাঁকা হলেই টিকা দেওয়া কেন্দ্রেই চেয়ারে বসে করছেন ধুমপান। (১০/১০/২০২১তারিখ) রবিবার দুপুরে এমনই চিত্র দেখা গেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম একদম খালি গায়ে নারীদের টিকা প্রদান করছেন।
দেখুন কি অবস্থা!!!!
রায়হান ভাই'র ফেসবুক ওয়াল থেকে সংগ্রহীত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের রুচিবোধ এত নিম্নপর্যায়ের ছি
এটা না দেখলে বুঝা যেত না।

২| ১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৭

মুনসী সাহেব বলেছেন: এই লোকটাকে কেউ এটা কানশা ফাটানো থাপ্পড় দিতে পারলো না ?

৩| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,





বিচিত্র দেশ, বিচিত্র মানুষ !
মুনসী সাহেব ঠিক বলেছেন: এই লোকটাকে কেউ এটা কানশা ফাটানো থাপ্পড় দিতে পারলো না ?

৪| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: কেবল সব সম্ভবের দেশেই এসব সম্ভব! আমার মনে হয় না এ দৃশ্য বিশ্বের আর কোন দেশে দেখা যাবে।
এদের কাজ তদারকির জন্য নিশ্চয়ই কেউ না কেউ সরকার থেকে বেতন ভাতা পাচ্ছেন। তারা যদি তাদের দায়িত্বটুকু ন্যূনতম পালন করতেন তাহলে দুরবস্থা এতটা নিম্ন পর্যায়ে নামতে পারতো না।

৫| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৮

বিটপি বলেছেন: আমি টিকা দিতে গিয়েছিলাম র‍্যাব সদর দপ্তরে। সেখানে তো দেখলাম পুরুষেরা যারা ফুল শার্ট পরে গিয়েছে, সবাইকেই শার্ট খুলতে হয়েছে টিকা দেবার জন্য। আমি নিজেও ফুল শার্ট পড়া ছিলাম। কিন্তু সবার সামনে শার্ট খুলতে রুচি হয়নি বিধায় শার্টের উপরের তিনটি বোতাম খুলে হাতার কাছে শার্ট নামিয়ে দিয়েছিলাম টিকা দেবার জন্য।

ঐ লোকের সব পুরুষত্ব ছিল বিশাল ভুঁড়িতে। তাই দেখিয়ে নারী টিকাগ্রহীতাদেরকে প্রলুব্ধ করতেই তিনি সম্ভবত শার্ট খুলে রেখেছিলেন।

৬| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশ ধার্মিক দেশ। ধার্মিক দেশের লোকজন কুসংস্কার বেশি বিশ্বাস করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.