নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
বাংলা নববর্ষের শুভেচ্ছা। সমস্ত প্রতিকূল পরিবেশ কাটিয়ে দেশ এগিয়ে যাক সমৃদ্ধির দিকে।
বিজ্ঞান প্রযুক্তির কথা বলে যখন মঙ্গলের আশায় বানর, ভাল্লুকের মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে, তখন খুব জানতে ইচ্ছে হয়-এসব কোন্ বৈজ্ঞানিক কর্মকাণ্ড? যদিও বিজ্ঞান বিজ্ঞান জপতে থাকা লোকগুলোর বেশিরভাগ অ-বিজ্ঞান বিভাগের ছাত্র।
তিন দশকের আগে যার অস্তিত্ব ছিল না সেটা কি করে বাঙালীর ঐতিহ্য হতে পারে?
অনেকেই মঙ্গল শোভাযাত্রাকে বাংলা নববর্ষের অংশ হিসেবে প্রচার করছেন, আসলে মঙ্গল শোভাযাত্রার সাথে বাংলা নববর্ষ পালনের কোন সম্পর্ক নেই। মঙ্গল শোভাযাত্রা প্রথম শুরু হয় ১৯৮৯ সালে, চারুকলা ইনিষ্টিটিউটের তত্ত্বাবধানে।
প্রত্যেক সচেতন ব্যক্তিকেই সাংস্কৃতি সম্পর্কে সচেতন হওয়া দরকার।
বাংলা নববর্ষের মূল ইতিহাস আমাদের সামনে আরো পরিস্কার হওয়া দরকার। কারণ আমরা অনেকেই অনেক বিষয় স্পষ্ট জানিনা।
পূর্বের পোস্ট
বাংলা নববর্ষ
বাংলা উইকিপিডিয়া বাংলা নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জনাব
২| ১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৪
নিরীক্ষক৩২৭ বলেছেন: সংস্কৃতিকে তো আটকায়ে রাখতে পারবেন না, ইহা বহমান। শাড়িকেও এক সময় বাঙালি নারীর হিসেবে দেখা হতো না, এখন দেখা হয়। ছোট থাকতে এতো মানুষকে হিজাব পরতে দেখতাম না, এখন দেখতেছি। এইভাবে আরো ২০-৩০ বছর গেলে এটাই বাঙালি মুসলমানের কালচারাল ড্রেস হয়ে যাবে। আশা করি তখন একটু আরাম পাবেন।
তেমনি মঙ্গল শোভাযাত্রাও এক সময় করা হতো না, এখন করা হয়, এটা এখন সংস্কৃতির অংশ। পাবলিক বোর হয়ে গেলে আর করবে না, একটু কষ্ট করে ততদিন ধৈর্য ধরেন।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর বলেছেন।
শুভেচ্ছা নিরন্তর
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।