নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

মোবাইলের ইসলামিক ওয়াল পেপার

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩

অন্য পাতায় ছবি ব্লগ
পুরাতন আরও কিছু ছবি ব্লগের লিংক দেওয়া হলোঃ
এলোমেলো ছবি ব্লগ
সংগৃহীত ছবি ব্লগ
সংগৃহীত ছবিব্লগঃ ০২
দত্তনগর

মোবাইল এমন একটা বিষয় হয়ে দাড়িছে যে, আমরা সব সময় ব্রাউজ করেই যায়। কাজ না থাকলে গেম ফেসবুকিং ইত্যাদি। মাঝে মাঝে কোন নতুন কিছু মুখস্থ করার প্রয়োজন পড়লে মোবাইলের স্কিনে রেখে দেই। কারণ ঐ জিনিসের উপর বেশি বেশি চোখ পড়বে আর এতে সহজেই মুখস্ত হয়ে যাবে।

চোখ এমন একটা অঙ্গ যা দেখে, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো অথবা যেটা সবচেয়ে খারাপ সেটা মনে রাখে বেশি। সহজ করে বলতে গেলে হৃদয়ে সেভ করে রাখে। তাই আমাদের উচিৎ সবসময় ভালো কিছু দেখা। এতে করে ভালো জিনিসটা হৃদয়ে স্থান করে নেবে।

সেই প্রেক্ষিতে মোবাইলের ওয়ালে ভালোকিছু ছবি রাখতে পারেন। যা আপনার হৃদয়কে নাড়া দিতেপারে। খুলে দিতে পারে আপনার চিন্তার জগতকে।

তাই আমার ভালো লাগা কিছু ছবি শেয়ার করলাম ভালো লাগলে আপনিও আপনার মোবাইলের ওয়াল পেপার হিসেবে ব্যবহার করতে পারেন।

সমস্ত ছবি অনলাইন থেকে সংগৃহীত।

মোবাইলের স্কিনে রাখার মতো ইসলামি ওয়াল পেপারঃ
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.

১১.

১২.

১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
১৭.
১৮.
১৮.
১৯.
২০.
২১.
২২.
২৩.
২৪.
২৫.
২৬.
২৭.
২৮.
২৯.
৩০.

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৮

জটিল ভাই বলেছেন:
সুন্দর উদ্যোগ। তা এগুলো কি আপনার বানানো?

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: জাজাকাল্লাহ, আপনার পরামর্শ আমার কাজে লেগেছে

এটা সংগৃহীত

২| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলাম ধর্মের প্রতি সম্মান রেখে বলছি,

এই পোস্ট ফ্রন্ট পেজ এর অর্ধেকটা দখল করে আছে। এই পোস্ট এপ্রুভাল কিভাবে পেল বুঝলাম না।

৩| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: এই ওয়ালপেপার ব্যবহার করলে কি সোয়াব পাওয়া যাবে?

জানেন, আমি মোবাইল কেনার সময় যে ওয়ালপেপার ছিলো আজো সেটা বদলাই নি।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটার সাথে সওয়াবের কোন সম্পর্ক আছে কিনা জানিনা।
তবে একটা ভালো কোন কিছু একটা ভালো মাইন্ডসেটআপ তৈরীতে সহায়তা করে।

শুভেচ্ছা নিরন্তর

৪| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

মাঝখানে ইংরেজী ডুকিয়েছেন কেন, বাংলায় ভালো লাগছে।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে ভালোলেগেছে তাই দিয়ে ফেলেছি।

শুভেচ্ছা নিরন্তর

৫| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আরো কয়েকটা দিলে
সামুর প্রথম পাতার
পুরোটা আপনার দখলে
নিতে পারতেন।
চর দখল যাকে বলে।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার কাছ থেকে এধরনের মন্তব্য প্রত্যাশা করিনি।

জানতাম সাংবাদিক হলো একটা জাতীর বিবেক। আপনার কাছথেকে সেটা পেলাম না

ভালো থাকবে আশাকরি

৬| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩০

আরইউ বলেছেন:


আল্লাহ্‌র কাছে ১ম পাতা দখলের দায়ে আপনার নামে বিচার দিলাম।

ইসলামিক ওয়াল পেপার নামে যে বস্তু আছে তা আজকেই জানলাম।

সংগৃহীত মানে কোথাও থেকে মেরে দিয়েছেন? ইসলামের নামে সেটা একটা বড় অনৈসলামিক কাজ হয়ে যাবেনা!!

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: আল্লাহ আপনার এই বিচারের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আমার ভুল ছিলো, বুঝতে পারিনি। ছবির রেজুলেশান কম। তাই বেশি জায়গা দখল করেছে।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩

সোবুজ বলেছেন: এইগুলি কি বাঁশের কেল্লাদের তৈরি?

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: না, আমার জানা নেই।

আপনি কি বাশেরকেল্লার পাঠক নাকি?

আমি বাশেরকেল্লায় যায় না।

৮| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখিত, বারবার চেষ্টা করেও স্পেস কমাতে পারছিনা।

এখন পর্যন্ত চেষ্টা করছি। আশাকরি ঠিক হয়ে যাবে

৯| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪২

জটিল ভাই বলেছেন:
সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখিত, বারবার চেষ্টা করেও স্পেস কমাতে পারছিনা।
এখন পর্যন্ত চেষ্টা করছি। আশাকরি ঠিক হয়ে যাবে


আপনি আগে দুই প্যারা লিখে তারপর ছবিগুলো দিন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ, বুঝতে পারিনি এতো স্পেস নিয়ে ফেলবে

১০| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৭

জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। একটু বড়-বড় করে পোস্টের বিষয়বস্তু নিয়ে ২টি প্যারা লিখে তারপর ছবিগুলো দিন। সমস্যাও থাকবে না, আবার পোস্টও সুন্দর হবে।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দিয়েছি

১১| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫০

অপু তানভীর বলেছেন: আপনার কি জানা নেই যে সামু থেকে রাইট বাটন করে না ?
অর্থ্যাৎ এই ছবি গুলো ডাউনলোড করা যাবে না । কেউ মোবাইলে ব্যবহার করতে পারবে না ।

বেটার আপনি যে জায়গা থেকে ছবি গুলো নিয়েছেন সরাসরি সেই ছবির লিংক যুক্ত করে দিন !

আরেকটা কথা । ছবি গুলো আপনার বানানো নয় । যে বা যারা বানিয়েছে তারা কি ছবি গুলো কপিরাইট ফ্রি করে দিয়েছে ? এই তথ্য কি আপনার জানা আছে?
যদি এগুলো কপি রাইট ফ্রি হয় তাহলে কোন বক্তব্য নেই । কিন্তু যদি কপি রাইট ফ্রি না হয় তাহলে এই ব্যবহার সরাসরি চুরি হবে !

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ, সুন্দর পরামর্শের জন্য, সম্ভবত এটা কপিরাইট ফ্রি।

১২| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্ট দাতার মন্তব্য পড়ে বুঝলাম উনি অনভিজ্ঞ। অনিচ্ছাকৃত ভুল। দুঃখিত ভাই আপনাকে কষ্ট দিয়ে থাকলে। ক্ষমা করবেন। আশা করছি অন্যরাও আপনাকে বুঝবেন।

মাহে রমজানের শুভেচ্ছা।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: দাদা ভাই আমি এর আগেও ছবি ব্লগ করেছি। কিন্তু তাতে এতো জায়গা কখনোই গ্রহন করেনি

যাক, আপনি যে ভাষায় কথা বলেছেন প্রথমে তার উত্তর আমি তখনি দিতে পারতাম কিন্তু দেয়নি কারণ এটার তখন কোন সমাধান পাইনি।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: আর ব্লগিং করি ভালোবাসা থেকে।

আপনাকে অনেক উত্তর দিতে ইচ্ছে করছিলো কিন্তু বিবেকে বাধাদিলো।


ধন্যবাদ ভালো থাকবেন

১৩| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ২:৫২

দি সুন্দর বলেছেন: েসই হেয়েছ

১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ জনাব

১৪| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। সু ইচ্চেগুলো আল্লাহ কবুল করেন।

১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমিন।

আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন।

১৫| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখিত, বারবার চেষ্টা করেও স্পেস কমাতে পারছিনা।

এখন পর্যন্ত চেষ্টা করছি। আশাকরি ঠিক হয়ে যাবে

স্পেস কমাতে হবে না।

নিয়মটা হচ্ছে। প্রথমে চার পাঁচ লাইন কিছু লিখুন। তারপর যত ইচ্ছা তো ছবি দেন। কোনো সমস্যা নাই। তখন আর প্রথম পাতায় লম্বা হবে না।

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ, অবশেষে হলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.