নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

দেখতে দেখতে ২০২৩

১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন ভীষণ ২০২১ ঘোষণা করে। তখন মনে হতো কবে ২০২১ সাল আসবে! আর আজ ২০২১ পার হয়ে ২০২৩ এ এসে পড়লাম। এক চ্যালেঞ্জিং সময়। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে সমস্যা।

হিসেবের খাতায় একটু ভাবনা যোগ করে দিলো ২০২১ এর করনা মহামারী।

প্রথমে করণার প্রভাবটা বোঝা না গেলেও, ২০২৩ এ পা দিয়েই এর প্রভাব বোঝা যাচ্ছে। মধ্যবিত্ত সবাই মহাবিপদে আছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

বীরশ্রী বলেছেন: এবিষয়ে আমি লিখছি। অনুগ্রহ করে পড়ুন।

১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: লিংক কই দাদা

২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

বীরশ্রী বলেছেন: ক্লিক করুন

১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা

৩| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: মধ্যবিত্ত না সব বিত্ত্রাই বিপদে আছে। এটা স্বাভাবিক।
আজ থেকে ১ বা দুই শ' বছর আগেও লোকজন এরকম বিপদে ছিলো। আগামীতেও থাকবে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: আজ থেকে ২০/২৫ বছর আগেও এতো সমস্যা ছিলো না, এখন যত সমস্যা ফেস করা লাকছে |-) |-) |-)

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২২

জ্যাক স্মিথ বলেছেন: এখন আমাদের ৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ থেকে ২০/৩০ বছর আগের বই পত্রিকা পড়বেন সেখানেও দেখবেন মানুষ খুবই বিপদে আছে, সমাজে চরম অবক্ষয়, সবকিছু নষ্টদের দখলে চলে গেছে; আমার মনে হয় সমাজ, রাষ্ট্র এভাবেই এগিয়ে যায়।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: রাষ্ট্র সমাজ সময়, কখনো কারও জন্য থেমে থাকেনি থাকবেও না, তবে এখনকার অবস্থাটা বেশ কঠিন।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আজ থেকে ২০/২৫ বছর আগেও এতো সমস্যা ছিলো না, এখন যত সমস্যা ফেস করা লাকছে

এর কারন জনসংখ্যা। দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.