নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বিজয়

০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

যুগে যুগে জালিমের রক্ত চোক্ষু,
ক্ষয়ে ক্ষয়ে শত অত্যাচার সহে
ফিরে ফিরে এ জমিনে আসে
বিজয়ী দীপ্ত সোনালী আলো

অত্যাচার অবিচার শত বাঁধা
আছে যত শৃংঙ্খল চারিদিকে
আসুক না শত বাঁধার ঢাল
হোক মন খারাপ, না লাগুক ভালো

সন্তান হারা মায়ের আহাজারি
শহীদের রক্তে দেখ বহে চলে
কত নদী, জালিমের প্রাসাদ ভাংবে
আমার মায়ের অশ্রু জলে

অত্যাচারীর ভালোলাগা না লাগা
মন খারাপ নিয়ে কিছু যায় আসে না
হেঁসে নাও আজ, জেনে রেখো শুধু
অবশেষে আসে সত্যের জয়।

স্বাধীনতা

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমাদের গৌরবের ধন জাতীয় পতাকা।
জয়বাংলা।

০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫

পুরানমানব বলেছেন: গত ১৬ বছরে যত চোর- বাটপার আর শুয়োরদিগের উত্থাপন হইয়াছে সব আছিলো এই জয় বাংলা শ্লোগানের অপব্যবহারকারী।

০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অবৈধ সুবিধা লাভের স্লোগান

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনকিলাব জিন্দাবাদ

০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইনকিলাব জিন্দাবাদ

৪| ১৭ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১৫

মিসটুইন্সট বলেছেন: তুমি হয়তো বলবে আমি দুর্বল, এমনকি কাপুরুষও, কিন্তু যুদ্ধের সময় সকলের প্রকৃত কষ্ট এবং কষ্ট অনুভব করো। কেন আমরা ঘৃণা এবং ক্রোধকে দূরে ঠেলে বিশ্বকে শান্তিতে রাখতে, আরও সুন্দর এবং সুখী করতে সাহায্য করতে পারি না? নেতাদের এই বিষয়ে চিন্তা করার সময় আরও স্পষ্ট মাথা থাকা উচিত এবং অন্যান্য দেশের মুখোমুখি হওয়ার সময় সাবধানতার সাথে বিবেচনা করা উচিত। wacky flip

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.