নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল গিটার

নীল গিটার › বিস্তারিত পোস্টঃ

আমার ফেসবুকের ফেন্ড

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

.
লেখাঃ নীল গিটার(হাসান মানিক)
.
বিকেলে রিকশা দিয়ে যাচ্ছি উদ্দেশ্য পার্কে যাবো 
জ্যামে আটকে যাওয়াতে খুব অস্তির লাগছিল  হঠাত একটা ছোট মেয়ে এসে বলল ভাইয়া ফুল নিবেন?
যদিও ফুলের কনো দরকার ছিল না
মেয়েটা খুব কিউট দেখেই মায়া লেগে গেলো
"তোমার ফুল কত টাকা?
"একটা বিশ টাকা  আর দুইটা নিলে প্রায়ত্তিশ টাকা
"ঠিক আছে দুইটা ফুল দাও তার আগে বলো তোমার নাম কি?
"আমার নাম কলি এই নিন ফুল
"আমি টাকা দিয়ে দুইটা ফুল থেকে একটা ফুল মেয়ে টাকে দিয়ে বললাম এই নাও কলি এইটা তোমার জন্য, মেয়েটা খুব অভাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে,
আমার রিকসা ছেড়ে দিয়েছে কিছুদূর এসে পিছনে ফিরে তাকালাম মেয়েটা এখনো দাড়িয়ে আর দুই হাত দিয়ে বাই বাই দিচ্ছে
.
পার্কে আসলাম তাসনিল তানির  সাথে দেখা করতে ওর সাথে আমার ফেসবুকে পরিচয়,
 পরে হোয়ার্টস এফ ইমুতে কথা হয়
তাকে আমি সরাসরি কখনো দেখিনি
তারপরেও একজন একজনের সাথে কথা না বলে একদিন ও থাকতে পারি না
 কথা দিই সারা জিবন আমরা ভাল বন্ধু হয়ে থাকবো,
তার পরেও যখন সে তার বয়ফেন্ড এর কথা বলে তখন আমার খুব খারাপ লাগে যদি ও জানি সে সব বানিয়ে বলছে,
.
তাকে আজ সরাসরি দেখবো ভাবতেই কেমন যেন অন্যরকম লাগছে
হৃদয়ের বিতরের অনুভূতি গুলা  নাড়া দিয়ে উঠছে
মনের বিতরে ঘুমিয়ে থাকা নীল পরির স্বপ্নটা জেগে উঠছে
.
একটু পরে সে আসলো আমার পছন্দের নীল শাড়ি পড়ে
আমিতো অভাক হয়ে তাকিয়ে আছি পূথীবিতে এতো সুন্দর মানুষ হয়
একি মানুষ নাকি আমার সেই স্বপ্নে দেখা নীল পরি
.
একটু পরে
তাসনিল তানি, হাই
কেমন আছেন?
আসতে কনো প্রবলেম হয়নিতো?
.
সে অনেক গুলা প্রশ্ন করে যাচ্ছে
 আমিতো অবাক হয়ে হা করে তাকিয়ে আছি তার দিকে
পাশে দিয়ে হেটে যাওয়া ভদ্র লোকের ধাক্কা খেয়ে স্মমতি পিরে পেলাম
.
"হা আমি ভাল আছি আর আপনি?
'হঠাত আপনি করে বলছো কি হয়েছে তোমার
"না মানে কিছু না
'কিছু না হলে চলো কনো কফি হাউজে গিয়ে বসা যাবে
দুইজনে বসে অনেক আড্ডা দিবো
অনেক কথা বলবো
আমাদের প্রথম পরিচয় নিয়ে দুজনে অনেক হাঁসি মস্করা করলাম
আজ প্রথম অন্য কারো পছন্দের খাওয়ার খেলাম
পরে বিল দিতে যাবো হঠাত আমার মানি ব্যাগ নিছে পড়ে গেল , মানি ব্যাগ নিতে যাবো এমন সময় আমার পকেট এ লুকিয়ে রাখা লাল গোলাপ টা ও নিছে পড়ে যায়,
.
সে কিছুকখন  ফুলের দিকে তাকিয়ে পরে
 আমার দিকে পলকহীন ভাবে অনেক খন তাকিয়ে ছিল
আমারতো ভয়ে হাত পা কাঁপছিল
যদি সত্যি যে আমাকে অপমান করে চলে যায়
তাহলে যে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না
.
কিন্তু না সে খুব সাভাবিক ভাবে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল
.
পুরা দিন কলতো দূরের কথা সে আমাকে একটা ম্যাসেজ ও দেয়নি
দিনেতো টেনশানে টেনশানে গেল রাতে ও একটু ঘুমাতে পারিনী
,
সকালে দেখি হোয়ার্ট এফ এ একটা ম্যাসেজ
কি দরকার ছিল নিজেকে লুকানোর সরাসরি বলে দিলেইতো হতো হু বুকে সাহস নেই আমি কি কিছু বলতাম গাদা  কোথাকার,
.
আজ মনে মনে হাঁসি আমি আসলে কতই না বোকা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.