![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে কঠিন,,,,,এই কঠিনেরে ভালবাসিলাম,,,সে কখনো করে না বঞ্চনা।।
"আমাদের ক্ষতি হবে,তাও আমাদের এটা করতে হবেই" - এটা কেমন কথা?? বিশ্বে একমাত্র ম্যানগ্রোভ বন যা বিশ্বে অধিক পরিচিত।আজ সেটাই হুমকির মুখে,যার ক্ষতিতে বিশ্ব ঐতিহ্যের ক্ষতি,বিশ্বে বাংলাদেশ এর ভাব মুর্তির ক্ষতি তা তৈরি করতে এত বদ্ধ পরিকর কেন??? আন্দলন করলে সরকার বলছে- এসব আন্দোলন এ টাকা আসে কই থেকে???
আজগুবি সব কথা শুনলে গা জ্বালা করে।। কোথায় আজ গণজাগরণ মন্ঞ্চ??
আজ পত্রিকায় পড়লাম, সাইকেল আন্দোলন এ বাঁধা!! ছাত্রলীগ শহীদ মিনার ঘিরে আর ব্যানার এ লেখা " আমরা রামপাল বিদ্যুৎ চাই"। জাতীয় দল কই এর সমালোচনা করার জন্য?? তারা চুপ কেনো?? লীগ কি তবে তাল হারাল?? আর দল এর সাংগঠনিক কাঠামো নরভরে। যাই হক বাঘ এর মুখে মাস্ক আর পাশে কয়লা চুল্লী - আন্দোলন এর আলাদা রূপ।। কয়লাও আনতে হবে বাইরে থেকে!! তার চেয়ে বরং সুন্দরবন জ্বালিয়ে কয়লা সরবরাহ করা হবে!!! তাতে কম্পানি বেশি খুশি হবে।
রাজনীতি দলগুলর কথা বলতে গেলে তাতে জনগণও জড়ায় তাই এক কথায় বলতে হয়-
" লীগে লিক!!
দলে জল!!
বাঙালীর সাথে এ কেমন ছল???"
( লীগ তাল হারিয়েছে,, দল এর অবস্থা এলোমেলো) পালেরগোদাদের সচেতন হওয়া উচিত দেশকে নিয়ে।
২| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪২
তিসান বলেছেন: আপনার কথায় একমত হতে পারলাম না। ধন্যবাদ।
২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৪
নিঃশব্দচারিণী বলেছেন: আমি কি ভুল কিছু বলেছি??
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৫
মার্কো পোলো বলেছেন:
লেখার কোয়ালিটি অনেক রিচ। চালিয়ে যান।
শুভেচ্ছা রইলো।