![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে কঠিন,,,,,এই কঠিনেরে ভালবাসিলাম,,,সে কখনো করে না বঞ্চনা।।
কাল পত্রিকার প্রথম পাতায় ছিল খেলায় বিষয় আলোচনা।।প্রতিদিন ঘটে যায় কোন না কোন ঘটনা।। আর তা ধমা চাপার চেষ্টাও চলে।সাগর- রুনি থেকে শুরু করে সব।।হাজারো মানববন্ধন আর তা কাগজ এ ছাপান।।আজও হয়নি কোন হত্যার বিচার।।এভাবেই চলছে দেশে হত্যা, ধর্ষন।। আর হয় মানব বন্ধন, চলে তখন তদন্তের তোরজোর।। আবার আর একটা অন্যায়, আবার ঘটনার পুনরাবৃত্তি।। হাতি ভেসে এল,ভারত থেকে লোক এল, চলে গেল।একি সময় ভয়াবহ বন্যায় ভাসা মানুষ এর দিক চোখ নেই।।সাহায্য করছে ছাত্র ছাত্রীরা।। বন্যা শেষে হাত বাড়ায় সাহায্যের।। এভাবেই চলছে!!! কখনো হলি আর্টিজম, কখনো শোলাকিয়া হামলা কাগজ এর মূল পাতায়।।আড়াল হয়ে যায় তনু।।বেঙ্গ করে বলতে হয় পত্রিকা গুলকে--" শুনলে মোদের হাসি পায়,, তনুর মায়ে বিচার চায়।।" সম্প্রতি রামপাল এর আলোচনা পাওয়া যায় মধ্য পাতায়।।এখন প্রথম পাতায় বদরুল।।এভাবে আর কত চলবে!!! আর কত ধমা চাপা????রাজনীতিও জড়িয়ে আছে কিছু হত্যাকান্ডে।।রাজনীতি সবাই বঝে।।
দাবা খেলায় দান দেয়া হয় তার শক্তি খাওয়ার জন্যে,,, সেটা যেন না খাওয়া যায় সেই ভাবনাটা ভাবতে হয় বিপরীত জনকে।।দেশ এর কাহিনী গুলাও দাবা খেলার মতই ঘটছে।।।
ঘোড়ার দান আড়াই ঘর-- এটা সবাই বোঝে।। সতর্ক হওয়া উচিত, আর বিচার গুলো নিষ্পত্তি করা উচিত।।নইলে জনগন সাজানো দাবায় থাবা বসাতে পারে।।
১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
নিঃশব্দচারিণী বলেছেন: জি!! টিক বলেছেন
২| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪
আরিয়ান রাইটিং বলেছেন: ভাল লিখেছেন।
শুভ ব্লগিং
৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪
আরিয়ান রাইটিং বলেছেন: ভাল লিখেছেন।
শুভ ব্লগিং
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৮
মার্কো পোলো বলেছেন:
সবই চলছে হরহামেসাই, বিচারের দাবি বৃথা।
চমৎকার লেখনী।
চালিয়ে যান। শুভকামনা রইলো।
শুভ ব্লগিং।