নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....................বেলাশেষে দেখি নিজেকে, সকল অপূর্ণতায় পূর্ণ আমি....আমার আমিকে জানতে শিখিনি।।সাধারণ মানুষ এর ভিড়ে অতি সাধারণ মানুষী।।ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেষা এলাকায় বাস।। একটু রহস্যপ্রিয়া।।উপমায় জড়াতে ভালবাসি।।......আমার সত্য আমাকে পথ দেখাবে,,,

নিঃশব্দচারিণী

সত্য যে কঠিন,,,,,এই কঠিনেরে ভালবাসিলাম,,,সে কখনো করে না বঞ্চনা।।

নিঃশব্দচারিণী › বিস্তারিত পোস্টঃ

আবেশ

২২ শে আগস্ট, ২০২০ ভোর ৪:১২

আমার এড়িয়ে চলা হয় না। পথে ঘাটে, জায়গায় অজায়গায় তাই দেখি যার কোন প্রয়োজন নেই আমার জীবনে। নিতান্তই তাদের/তার প্রয়োজন আমি।। কিংবা আমি ভুল। সত্য কথা বার বার বলা হলে তা তেতো হয় মানে মিথ্যা হয়। তাই অপাত্রে পানি ডেলে পানি অপচয় এর কি-বা দরকার!! তার থেকে রবং একটি চারা গাছ লাগিয়ে তার যত্ন নেয়া মনে হয়, মানুষের মন জয়ের থেকেও বেশি কিছু। কিছু তো পাবেন চারাটা থেকে, তার প্রকৃতি অনুযায়ী যা আশা করবেন তার কিছু শতাংশ হলেও পাবেন। কিন্তু উলুবনে মুক্ত ছড়িয়ে, কিছু পাবার আশা করা গুড়ে বালি।
রাত্রি হলে শব্দরা খেলা করে, জট পাকিয়ে জাগিয়ে রাখে আমাকে।। আমার শব্দ হারিয়ে গেছে, আমি হারাতে দিয়েছি।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২০ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:


ইলেকট্রন উপন্যাস?

২| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: শব্দেরা আবার ফিরে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.