নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামিই নীলকান্ত

অামিই নীলকান্ত › বিস্তারিত পোস্টঃ

মস্তিস্ক থেকে মস্তিস্কে ডেটা ট্রান্সফার -এটা কি অসম্ভব?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯

একজনের মস্তিস্ক থেকে অন্যজনের মস্তিস্কে স্মৃতি/ডেটা ট্রান্সফার, এটা সম্ভব!
---------------------------
যদি একশ জনকে জিজ্ঞাসা করা হয় যে,সবচেয়ে কঠিন কাজ কোনটি, কায়িক শ্রম নাকি পড়াশোনা?
তবে আমার বিশ্বাস একশত জনই বলবে,"পড়ালেখা"।
কারণ, আপনি আপনার যে কোন কাজ অন্যকে দ্বারা করিয়ে নিতে পারেন।কিন্তু পড়াশোনা?
ইটস ইম্পসিবল।
আপনার পড়াশোনা অন্য কেউ করে দিতে পারবে না।আপনারটা আপনাকেই করতে হবে। এটা সবাই জানে ।

আর এই বিষয়টা নিয়েই এখন আমার যত মাথা ব্যাথা। আচ্ছা,এমন কি হতে পারে না যে,একজন পড়ালেখা করে তার মেমরি তে যা সঞ্চয় করেছে তা অন্য জনকে ট্রান্সফার করে দিতে পারবে!! Like computer's data transferring.
হলে বেশ ভালই হত বটে। আমার মনে হয় দূর ভবিষ্যতে এটাও করা সম্ভব হবে।আর সম্ভব হবে এ জন্যই যে-
ধরুন, আমাদের মস্তিস্কের একটা অংশ যা স্মৃতি সংরক্ষণ করে তা কম্পিউটারের একটা হার্ডডিস্ক/ মাইক্রো চিপের মত।অসংখ্য নিউরন দ্বারা গঠিত এই অংশ। যা কম্পিউটারের হার্ডডিস্ক এর মতই কাজ করে।আমরা আমাদের ইনপুট অর্গানিজম চোখ,কান,নাক,মুখ(জিহ্বা যা স্বাদ মনে গ্রহন করে) দিয়ে যা দেখি,শুনি,গন্ধ নেই, স্বাদ নেই কিংবা পড়ি তাই এটা সংরক্ষণ করে। তারপর বছরের পর বছর তা স্মৃতিতে ধরে রাখে। আবার মস্তিষ্ক কম্পিউটার হার্ডডিস্ক এর মতই ক্রাশ করে। আর তখন মানুষ তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলে।কিংবা বহু পুরোনো স্মৃতি ধীরে ধীরে মলিন হয়ে যায়। যদি মানুষের মস্তিস্ক এবং কম্পিউটারের মেমরির মধ্যে এতই সামঞ্জস্য তবে কম্পিউটার থেকে যেমন ডেটা ট্রান্সফার করা যায়,মস্তিস্ক থেকে কেন নয়!!

হয়ত আমার কথাগুলো পাগলের প্রলাপ মনে হতে পারে।আর হওয়াটাই স্বাভাবিক। কারন ইতোপূর্বেও যারা স্থান-কালের উর্ধ্বে কিছু বলেছে তাদের কথা গুলোকেও প্রলাপ বলে হেয় করা হয়েছে। কিন্তু যখন তার কথা বা তত্ত্ব প্রমাণিত হয়েছে তখন তারই ফলাফল আমরা সাদরে গ্রহন করেছি,আর করবোও তাই।

আমার বিশ্বাস দূর ভবিষ্যতে একজনের স্মৃতি অন্যজনকে ট্রান্সফার করা সম্ভবপর হবে।শুধু তাই নয়,এর দ্বারা আমরা বহু পুরোনো তথ্য পূর্বপুরুষের কাছ থেকে নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে রাখতে পারব।

নীলকান্ত®

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭

আহলান বলেছেন: অবশ্যই সম্ভব ... মারেফতের জ্ঞ্যন তো ওভাবেই ট্রান্সফার হয় ...।

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

অামিই নীলকান্ত বলেছেন: মারেফতের জ্ঞান!
আচ্ছা আমরা অনেক সময়ই টেলিপ্যাথি শব্দটা ব্যবহার করি। টেলিপ্যাথি বলতে যা বুঝানো হয় তা হয়ত এরকম যে,একজন মানুষ এক স্থান থেকে বহুদূরে অবস্থান করছে এমন জনের সাথে জাগতিক প্রযুক্তির ব্যবহার ছাড়াই মানসিক যোগসূত্র স্থাপন করা। বাস্তবে এটা কতটুকু সম্ভব সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান।
তবে হ্যা,সেটা সম্ভব হতেও পারে। আমি এ জন্যই এ কথাটা বলছি কারন, আমরা অনেক সময় খুব প্রিয় মানুষ বা বস্তু সম্পর্কে ঠিক ঠিক বলে ফেলি। অনেকটা নিজের অজান্তেই। যেটাকে হুমায়ন আহমেদের ভাষায় বলা হয় "ঈ এস পি " বা এক্সট্রা পারসেপশনাল পাওয়ার।

উপরোক্ত দুটি বিষয়ের কোনটাতেই মেমরি থেকে মেমরি তে ডেটা ট্রান্সফার করা হচ্ছে না। বরং এটাকে মাইন্ড রিডিং বা একচুয়াল ইমাজিনারি পাওয়ার বলা যেতে পারে। যেটা সবার মধ্যে থাকে না । বা থাকলেও স্থায়ী কিছু নয়।

তেমনি মারেফতী একটা দর্শন।যেখানে এক শ্রেনীর লোক মনে করেন যে,গভীর ও একনিষ্ঠ সাধনার মাধ্যমে স্রষ্টার সাথে বিলীন হয়ে যাওয়া যায়। আমাদের দেশে সাধারণত পীর মুরশিদদের ভক্তগণ মনে করেন, পীরের ভক্তি আর সাধনা করলে পীরের মধ্যে স্রষ্টাকে পাওয়া যায়। অর্থ্যাৎ ভক্ত তার ভক্তির মাধ্যমে জাগতিক এবং পারলৌকিক জ্ঞান লাভ করা যায়। প্রকৃতপক্ষে এখানে ভন্ডামীর বিষয়টাই অধিক গুরুত্ব পায়।

কিন্তু মস্তিস্ক থেকে মস্তিস্কে স্মৃতি /ডেটা ট্রান্সফার সেটা বৈজ্ঞানিক ও যৌক্তিক ভাবে প্রমাণ করা সম্ভব। তবে তার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। মারেফতী তরিকায় জ্ঞান আদান প্রদানের কথা আর ভাবতে হবেনা! :প

২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩

বিজন রয় বলেছেন: আপনার কথাগুলো মোটেও পাগলের প্রলাপ নয়।
+++

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩

অামিই নীলকান্ত বলেছেন: ধন্যবাদ, ভাই

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

প্রামানিক বলেছেন: আপনার ধারনা হয়তো একদিন সত্য হতেও পারে। ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

অামিই নীলকান্ত বলেছেন: ধন্যবাদ ভাই,আশা করি একদিন অবশ্যই করা সম্ভবপর হবে।

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: শীঘ্রই মানুষের শরীরে ইউএসবি পোর্ট লাগানো হবে। এই পোর্ট দিয়ে মেমরী ট্রান্সফার করা হবে। ক্যমেরা অতি সত্তর বিলুপ্ত হয়ে যাবে। মানুষ যখন চাইবে চোখ দিয়ে তোলা ছবি গুলো ইউএসবি প্রিন্টার লাগিয়ে প্রিন্ট করে নিবে।

৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: ব্যাপারটা খারাপ হবে না। আপনি এই যে লিখলেন এটারও কোন দরকার হবে না। ভাববেন, আমরা পেয়ে যাবো!

৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩

রাজীব বলেছেন: হার্ডডিস্কের ডাটা হয়ত ট্রান্সফার করলেন কিন্তু প্রসেসর পাবেন কোথায়???
ধরুন আইনস্টাইন বা নিউটনের মেমোরী আপনার মধ্যে ট্রান্সফার করা হলো। তার মানে কি আপনিও তাদের মত যুগান্তকারী আবিস্কার করে ফেলবেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.