![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এইতো বসে পাশে দুজনে তবুও মনে শত ব্যাবধান,
যানি না তুমি কোন অভিমানে করেছো শত অভিমান,
এইতো কাছে বসে দুজন তবুও মনে শত ব্যাবধান
যানি না কেন তুমি কোন অভিযোগে করেছ শত অভিমান,
এই চোখেতে তুমি চোখ রেখো
বুঝে ভালবাসি কত,
যত দুরে তুমি যাবে ফিরে আমাকেই পাবে,
নয় আলোতে সেই আধারে খুজে দেখ সাগর ধারে,
বৃষ্টি ভেজা দিন এখন যে মলিন,
তোমার ছোঁয়ায় ছিল ভাবনা সীমাহীন
কখনোও আবেগে যদি জোড়াও এই আমায়,
তবে যেনে রেখো ফিরে পাব সেই দিন,
এই রাতের আধার শুধু তোয়ামার আমার,
এই জ্যোছনা ভরা রাত শুধু ভালবাসার।
যত দুরে তুমি যাবে ফিরে আমাকেই পাবে।
২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৫
লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৯
মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ....হেপী ব্লগিং...।।